‘সুপার ডান্সার ফোর’-এর মঞ্চে ফিরে কেঁদে ফেললেন শিল্পা?

Shilpa Shetty in Super Dancer: সূত্রের খবর, ‘সুপার ডান্সার ফোর’-এর টিম গোটা পর্বে শিল্পার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যখন শিল্পা নিজে মনে করেছেন তিনি ফের শুটিংয়ের জন্য তৈরি, তখনই তাঁর শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে।

‘সুপার ডান্সার ফোর’-এর মঞ্চে ফিরে কেঁদে ফেললেন শিল্পা?
‘সুপার ডান্সার ফোর’-এর মঞ্চে অভিনেত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 6:18 PM

পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের পর অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। সদ্য ‘সুপার ডান্সার ফোর’-এর মঞ্চে ফিরেছেন তিনি। এই রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পা। রাজের গ্রেফতারির পর বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখার পর ফের নিজের কাজের জায়গায় ফিরেছেন অভিনেত্রী। গত ১৭ অগস্ট শুটিং করতে গিয়ে নাকি ইমোশনাল হয়ে পড়েন তিনি।

সূত্রের খবর, ‘সুপার ডান্সার ফোর’-এর টিম গোটা পর্বে শিল্পার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যখন শিল্পা নিজে মনে করেছেন তিনি ফের শুটিংয়ের জন্য তৈরি, তখনই তাঁর শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে। শুধু পরিবার এবং সন্তানদের জন্য নয়, নিজের জন্যও কাজে ফিরতে চেয়েছিলেন শিল্পা। সুপার ডান্সার টিম তাঁকে এত সুন্দর ভাবে অভ্যর্থনা জানিয়েছেন, তা দেখে আপ্লুত শিল্পা ইমোশনাল হয়ে পড়েন বলে জানা গিয়েছে। সহ বিচারক অনুরাগ বসু এবং গীতা কাপুরের সঙ্গে এক আসনে বসে নাকি কেঁদেও ফেলেন তিনি।

শিল্পার অনুপস্থিতির সময় অনুরাগ সংবাদমাধ্যমে জানান, তাঁরা সকলেই শিল্পাকে মিস করেছেন। কারণ রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত সকল সদস্যই পরিবারের মতো। পরিবারের কোনও এক সদস্য না থাকলে তার জন্য মনখারাপ তো হবেই।

View this post on Instagram

A post shared by TV SAFAR (@tv_safar)

শুটিংয়ে গিয়ে মেকআপ ভ্যান থেকে বেরিয়ে সেটে ঢোকার সময় মলিন ছিল শিল্পার মুখ। কষ্ট করে ম্লান হাসেন ক্যামেরা দেখে। রাজের ঘটনার আগে শিল্পার মধ্যে যে উচ্ছ্বাস ছিল, এখন তা কার্যত ভ্যানিশ বলে মনে করছেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। নিজের জীবনের নানা ওঠা-নামার সময় যোগাভ্যাস, প্রাণায়ামের মতো ভারতীয় শরীরচর্চার নীতিতে বিশ্বাসী শিল্পা। অন্যদেরও সেই উপদেশই দেন অভিনেত্রী। সেই জোরেই ফিরে এলেন আবার। যদিও রাজ কান্ড নিয়ে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করবেন না। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। ফলে এ নিয়ে কোনও মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে পারিবারিক বিপর্যয়ের মধ্যেও মনের জোর ঠিক রেখে ফের কাজে ফিরতে পেরে যে তাঁর নিজের ভাল লাগছে, এ কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে পর্ন কাণ্ডে আপাতত স্বস্তিতে রাজ কুন্দ্রা। মুম্বই হাইকোর্ট বুধবার রাজের অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দিয়েছে। রাজের আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৫ অগস্ট।

পর্নকাণ্ডে গত ১৩ অগস্ট আরও এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। অভিযুক্তের নাম অভিজিৎ বোম্বলে। তিনি পেশায় ব্যবসায়ী, রাজের কোম্পানির একটি ফার্মের পরিচালক ছিলেন এই ব্যক্তি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান রাজের কোম্পানির এই অবৈধ ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন অভিজিৎ, যুক্ত ছিলেন অপরাধমূলক কাজের সঙ্গেও।

আরও পড়ুন, রকি এবং রানি তৈরি, সকলের আশীর্বাদে জার্নি শুরু করলেন করণ