Soha Ali Khan: মিমি ভ্যানে মিকি মাউজ়ের সঙ্গে কী করছেন সোহা আলি?

কিছুদিন আগেই কঠোর ওয়ার্ক আউটের ভিডিয়ো শেয়ার করেছিলেন সোহা। ফিটনেস নিয়ে অসম্ভব খুঁতখুঁতে তিনি।

Soha Ali Khan: মিমি ভ্যানে মিকি মাউজ়ের সঙ্গে কী করছেন সোহা আলি?
সোহা আলি খান

| Edited By: Sneha Sengupta

Oct 18, 2021 | 7:20 PM

পরনে তাঁর সাদা রঙের স্লিপ ওয়্য়ার। গোটা টি-শার্ট জুড়ে মিকি মাউজ় জ্বলজ্বল করছে। হট প্যান্টেও তাই। হাঁটু গেড়ে বসে আছেন পতৌদি পরিবারের কনিষ্ঠ শাহজাদি সোহা আলি খান। দুটি ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশন কেড়েছে নজর। লিখেছেন, “মিকির সঙ্গে মিনি ভ্যানে।” হ্যাশট্যাগে নাম উল্লেখ করেছেন মালবিকা শ্রফের।

কিছুদিন আগেই কঠোর ওয়ার্ক আউটের ভিডিয়ো শেয়ার করেছিলেন সোহা। সাদা ক্রপ হুডি সোয়েট জ্যাকেট ও সাদা ট্র্যাক প্যান্ট পরে ঘাসে ঘেরা ছাদে দুর্দান্ত ওয়ার্ক আউট করতে দেখা গিয়েছিল তাঁকে। মাথার ঘাম পায়ে ফেলে শরীর চর্চা করছিলেন সোহা।

তাঁর পরিবারেও সকলে শরীর সচেতন। দাদা সইফ আলি খানের স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খানও শরীর সম্পর্কে অত্যন্ত যত্নবান। নিয়মিত ৫০ বার সূর্য নমস্কার করেন করিনা। তৈমুরকে জন্ম দেওয়ার পর আগের চেহারায় ফিরে এসেছিলেন অল্পদিনের মধ্যেই। তিনিই প্রথম বলি অভিনেত্রী যাঁর জ়িরো ফিগার ছিল। জেহ-র জন্মের পরও মেদ ঝরিয়ে ফেলতে পারবেন বলে আত্মবিশ্বাসী করিনা।

অন্যদিকে সইফের বড় মেয়ে সারা একসময় পিসিওএসের কারণে অনেকটাই ওজন বাড়িয়ে ফেলেছিলেন। সিনেমা জগতে কেরিয়ার তৈরি করার আগে নিজের চেহারা ঠিক করেছিলেন তিনি। ওজন কমিয়েছেন অনেকটাই। সারার ফিটনেস রেজিমও অনুপ্রেরণা দেয় অনেককে।

এদিকে কন্যার জন্মের পর ওজন বেড়েছিল সোহারও। তিনিও শরীর সচেতন। সম্প্রতি  তাঁর ওয়ার্ক আউট ভিডিয়ো সেই কথাই বলছে। ভিডিয়োটি শেয়ার করে সোহা লিখেছিলেন, “ওয়ার্ক আউট ওয়েডনেস ডে পার্ট টু।”

৪ অক্টোবর ছিল সোহার জন্মদিন। উইকিপিডিয়া বলছে ৪৩ বছর বয়সে পা দিয়েছেন তিনি। সেদিন সকাল থেকেই শুভেচ্ছাবার্তা ভেসে আসে তাঁর সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে। বউদি করিনাও তাঁকে উইশ করেছেন সোশ্যালে। এবং ননদ সম্পর্কে লিখেছেন দারুণ কিছু কথা। জন্মদিন ভাল মতো কাটিয়ে মঙ্গলবার একটি পোস্ট করেছেন সোহাও। নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

বাংলা ছবি ‘ইতি শ্রীকান্ত’-এর হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন সোহা। ছবিতে কমললতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ছবিতেই সকলের নজরে এসেছিলেন। তারপর ‘দিল মাঙ্গে মোর’, ‘রং দে বসন্তি’, ‘অন্তরমহল’-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন সোহা।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেন সোহা। ২০০৪ সালে প্রেমের শহর প্যারিসে তাঁদের বাগদান হয়। ২০১৫ সালের ২৫ জানুয়ারি তাঁদের বিয়ে হয় মুম্বইয়ে। সোহা-কুণালের কন্যার ইনায়া নোওমি খেমুর জন্ম হয় ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর। সম্প্রতি কন্যার ৪ বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেন তারকা দম্পতি। ইন্ডাস্ট্রির অনেকেই আমন্ত্রিত ছিলেন সেখানে।

আরও পড়ুন: Shilpa Shetty: অর্ধেক মাথা কেন মুড়িয়ে ফেললেন শিল্পা? বললেন, “অনেক সাহাস লেগেছে!”

আরও পড়ুন: Katrina Kaif: সাদা গাউনে ক্যাটরিনার প্রচার, তাতে নজরকাড়া মন্তব্য অনুষ্কা-রণবীরের

আরও পড়ুন: Saif-Kareena Anniversary: প্রেম পর্বের অদেখা ছবি পোস্ট করলেন করিনা, সইফকে বললেন পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসম পুরুষ