সদ্য মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছেন সোনাম কাপুর। বিয়ের পর বেশ কিছুটা বিরতিতে। সেভাবে আর ফেরেননি তিনি সিনেদুনিয়ায়। এক কথায় চুটিয়ে সংসার আর মডেলিং নিয়েই দিব্য তাছেন তিনি। কখনও ফ্যাশন ওয়াক, কখনও আবার পারিবারিক উৎসবে মেতে বারে বারে প্রকাশ্যে উঠে এসেছে সোনামের ফিট টু ফাইন লুক। সেই সেলেব এবার অন্তঃসত্ত্বা। না, নেই কোনো রাখ ঢাক। চার মাসের মাথায় খবর ভাগ করে নিলেন তিনি ভক্তদের সঙ্গে। সোনাম কাপুরের এই লুক থেকে শুরু করে বোল্ডনেসের ঝড়ে কেমন দেখতে হয়েছে!
সদ্য যে ছবি তিনি শেয়ার করেছিলেন নেট দুনিয়ার পাতায়, তাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর থাকলেও সেভাবে সামনে আসেনি বেবিবাম্পের ছবি, তবে এবার স্পষ্ট হয়ে গেল তা ক্যামেরায়। বাবা অনিল কাপুর ও স্বামী আনন্দ আহুজার সঙ্গে সদ্য প্রকাশ্যে ধরা দিলেন এই সেলেব। পরণে নীল সুট সঙ্গে সাদা বুটে সকলের নজর কাড়লেন তিনি। পাশাপাশি সুটের ভেতর থেকে সাদা টপে স্পষ্ট ধরা দিল বেবিবাম্প। নিজেই পোজ দিয়ে সেই ছবি ফ্রেম বন্দি করে ভক্তদের উপহার দিলেন সোনাম।
স্টািল থেকে শুরু করে স্মার্টনেসের ঝড় সর্বদাই বাজিমাত, তবে কোথাও গিয়ে যেন চোখে মুখে পড়েছে অন্তঃসত্ত্বা হওয়ার ছাপ। শরীর জুড়ে সামান্য পরিবর্তণ, পরিবর্তণ মুখের আদলেও, ক্লোজ-আপে ধরা দিতেই স্পষ্ট হয় ছবিটা। তবে এই খবরে পরিবার থেকে ভক্তমহল, এক বাক্যে সকলেই খুশি। সোনামের এই খবর পাওয়া মাত্রই অনিল কাপুরও প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন আবেগ ধরে রাখতে পারছেন না তিনি। পাশাপাশি অর্জুন কাপুরও জানিয়েছিলেন শুভেচ্ছা। বি-টাউনে আরও এক খুদে স্টারের অপেক্ষা শুরু। করিনা কাপুর, অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়ার পালা শেষ, বিয়ের পর থেকেই সেলেবদের ফেস করতে হয় এই একটাই প্রশ্ন, কবে দেবেন তাঁরা সুখবর! সেই তালিকাতে অবশেষে নাম লেখানে সোনাম। খুশির মেজাজ ভক্তমহলে।
আরও পড়ুন- Viral News: অন্তঃসত্ত্বা দ্যুতিকে নিয়ে হাসির রোল, নেটিজেনদের কান্ড দেখে এ কী করলেন গাঁটছড়ার শ্রীমা!
আরও পড়ুন- Viral Video: ‘আজ কি মেক-আপ করেননি!’ কী এমন কাণ্ড ঘটিয়ে ট্রোলের শিকার কিয়ারা