Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lata Mangeshkar: শেষ দেওয়া কথা রাখতে পারেননি লতা মঙ্গেশকর, কীসের আক্ষেপ ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

The Kashmir Files: লতা মঙ্গেশকর কথা দিয়েছিলেন, কিন্তু স্বপ্নপূরণের আগেই সব শেষে। কী জানালেন ছবির পরিচালক।

Lata Mangeshkar: শেষ দেওয়া কথা রাখতে পারেননি লতা মঙ্গেশকর, কীসের আক্ষেপ 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 7:37 PM

বক্স অফিসে ঝড় তুলেছে কাশ্মীর ফাইল, সর্বত্র চর্চার কেন্দ্রে থাকা এই সিনেমার সঙ্গে দর্শকদের জড়িয়ে কোথাও একটা সুক্ষ্ম আবেগের নাম লতা মঙ্গেশকর হতেই পারত, কথা ছিল তেমনটাই। কথা দিয়েছিলেন সুর-সম্রাজ্ঞী, কাশ্মীর ফাইলের চিত্রনাট্য শুনে স্থির করেছিলেন, আবারও গান গাইবেন তিনি। শেষের সময় সিনেমায় গান গাইছিলেন না তিনি। তবে দ্য কাশ্মীর ফাইল ছবিতে ঘটতে চলেছিল ইতিহাস। গোটা ছবিতে একটি গানও নেই। এই প্রসঙ্গে মুখ খুলেই আক্ষেপ সামনে এনেছিলেন পরিচালক বিবেক আগ্নিহোত্রী।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘কাশ্মীর ফাইলে একটিও গান নেই। এটা দুঃখজনক। তিনি কাশ্মীরীদের একটি ফোক গান রেকর্ড করেছিলেন। স্থির করেছিলেন তিনি তা লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াবেন। অনুরোধ করার পর রাজি হয়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। কাশ্মীর ছিল তাঁর খুব কাছের। তবে করোনার জন্য তিনি স্থির করেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে রেকর্ডিং করবেন।’

‘স্টুডিয়ো-তে আসবেন লতা মঙ্গেশকর, সেই সময়ের অপেক্ষাতেই দিন গুণছিল সকলে। কিন্তু তার পর যা হল, এটা ইতিহাস হতে পারত’, আক্ষেপের সুরে জানান বিবেক অগ্নিহোত্রী। ১৯৯০ সালে কাশ্মীরী পণ্ডিতদের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি ছবি বর্তমানে ঝড় তুলেছে সর্বত্র। প্রত্যেকটা মানুষের মুখে মুখে ফিরছে দ্য কাশ্মীর ফাইল। একের পর এক শো হাউসফুল, কোনও ছবি টিকে থাকতে পারছে না এই ছবির দাপটে। দ্বিতীয় সপ্তাহেই তা ২০০ কোটির দরজায়। লতা মঙ্গেশকরের গান সেই ছবির সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারত। মানুষকে লতা মঙ্গেশকরের গান আবারও ফিরিয়ে দিতে পারতেন তিনি। কিন্তু সবটাই অসমাপ্ত থেকে যায়। এ আক্ষেপ পরিচালকের থেকেই যাবে কোথাও না কোথাও।

আরও পড়ুন- Dev: ‘স্বাদ না পাল্টালে সিনেমা হলে শো পাব না’, সাউথ-বলিউডের সঙ্গে কঠিন লড়াই নিয়ে অকপট দেব

আরও পড়ুন- Social Media Trolling: নেটের পোশাকে স্পষ্ট অন্তর্বাস, ট্রোলের মুখে অনন্যা, চোখ রাঙিয়ে প্রতিবাদে বাবা চাঙ্কি পান্ডে

আরও পড়ুন- Viral Video: মঞ্চেই নাটু নাটু স্টেপ শিখলেন আমির, দক্ষিণী সুপারস্টাদের কি টেক্কা দিতে পারলেন, দেখুন ভাইরাল ভিডিয়ো