বড় পর্দায় ‘দাদাগিরি’, সৌরভের বায়োপিকে রণবীর?

এবার স্বাভাবিক প্রশ্ন, কে অভিনয় করবেন দাদার চরিত্রে? সৌরভের যদিও ইচ্ছে, তাঁর পছন্দের নায়ক রণবীর কাপুরই সেই চরিত্রটা করুন।

বড় পর্দায় 'দাদাগিরি', সৌরভের বায়োপিকে রণবীর?
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 4:13 PM

আগেও তাঁর বায়োপিক তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন বহু পরিচালক। কিন্তু তিনি রাজি হননি কিছুতেই। অবশেষে সম্মতি দিলেন মহারাজ। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটের ‘দাদা’, প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার বলিউডে তৈরি হবে তাঁর বায়োপিক।

সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক তৈরি হয়েছে। ধোনির বায়োপিক রীতিমতো হিট। মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। দর্শক প্রতিক্ষায় ছিলেন কবে তাঁদের প্রিয় দাদায় বায়োপিক দেখতে পাবেন বড় পর্দায়। সেই সম্ভাবনাও এবার সত্যি হতে চলেছে।

View this post on Instagram

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

এবার স্বাভাবিক প্রশ্ন, কে অভিনয় করবেন দাদার চরিত্রে? সৌরভের যদিও ইচ্ছে, তাঁর পছন্দের নায়ক রণবীর কাপুরই সেই চরিত্রটা করুন। এর আগে সঞ্জয় দত্তর বায়োপিকে সঞ্জুবাবার ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন ঋষিপুত্র। সত্যি যদি তিনি সৌরভের চরিত্রে অভিনয় করেন, সেটা হবে তাঁর কেরিয়ারের এক অনন্য মাইলফলক। যদিও তালিকায় আরও দুই অভিনেতার নাম রয়েছে। পুরো বিষয়টাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।

একটি আদ্যাপান্ত বাণিজ্যিক ছবি হতে চলেছে সৌরভের বায়োপিক। বলি সূত্র বলছে, বাজেট ধার্য হয়েছে ২০০ থেকে ২৫০ কোটি টাকা। সৌরভের কেরিয়ারের গোটা জার্নিটাই তুলে ধরা হবে ছবিতে। দেখানো হবে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত। অনেকটাই এগিয়েছে ছবির কাজ। কে পরিচালনা করবেন, তা যদিও এখনও জানা যায়নি। তবে আনন্দের খবর এটাই, এতদিন পর মহারাজ রাজি হয়েছেন। প্রযোজনা সংস্থা বেশ কয়েকটি মিটিংও করেছেন তাঁর সঙ্গে। সৌরভকে অভিনয় করতেও বলা হয়েছে। কিন্তু তিনি রাজি নন। তাই আপাতত তাঁকে বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে না বলেই জানা যাচ্ছে।

লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর সেই অমর ছবি এবার রুপোলি পর্দায়!

আরও পড়ুন: Amitabh Bachchan: ‘গুডবাই’ জানানোর আগেই নতুন ছবির লুক ফাঁস হল অমিতাভের

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে