Sriram Raghavan: সিধু মুজ়ওয়ালার হত্যাকাণ্ড এবার বড় পর্দায়; ছবির তৈরি করবেন ‘অন্ধাধুন’-এর পরিচালক

Who Killed Moosewala: পঞ্জাবে চলতে থাকা মাদকাসক্তি এবং গ্যাংস্টারদের তাণ্ডব নিয়ে এই ছবি। সিধু মুজ়ওয়ালা ছিলেন পঞ্জাবের সঙ্গীত জগতের আন্তর্জাতিক ব্যক্তিত্ব। যাঁর ব়্যাপ আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করেছিল একটা সময়। কোনও ধরনের বিতর্কে জড়িত ছিলেন না তিনি। সমাজের কিছু রূঢ় বাস্তবকে তুলে ধরেছিলেন তাঁর গানের মাধ্যমে।

Sriram Raghavan: সিধু মুজ়ওয়ালার হত্যাকাণ্ড এবার বড় পর্দায়; ছবির তৈরি করবেন 'অন্ধাধুন'-এর পরিচালক
সিধু মুজ়ওয়ালা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 4:40 PM

সাম্প্রতিককালের ঘটনা। ভয়ানকভাবে খুন হয়েছিলেন র‍্যাপার সিধু মুজ়ওয়ালা। খবরের শিরোনাম দখল করে নিয়েছিল তাঁর হত্যাকাণ্ড। এবার সেই হত্যাকেই বড় পর্দায় ঠাঁই দিতে চলেছেন বলিউডের পরিচালক শ্রীরাম রাঘবন। ‘হু কিলড মুজ়ওয়ালা’ বইয়ের সত্ব কিনেছেন শ্রীরাম রাঘবন। পঞ্জাবের ক্রাইম জার্নালিস্ট জুপিন্দরজিৎ সিংয়ের লেখা এই বই থেকেই তৈরি হচ্ছে ছবি। ‘অন্ধাধুন’, ‘মণিকা ও মাই ডার্লিং’, ‘স্কুপ’-এর মতো ছবি তৈরি করেছে ম্যাচবক্স শর্টস প্রযোজনা সংস্থা। তাঁরাই তৈরি করছেন এই ছবি।

পঞ্জাবে চলতে থাকা মাদকাসক্তি এবং গ্যাংস্টারদের তাণ্ডব নিয়ে এই ছবি। সিধু মুজ়ওয়ালা ছিলেন পঞ্জাবের সঙ্গীত জগতের আন্তর্জাতিক ব্যক্তিত্ব। যাঁর ব়্যাপ আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করেছিল একটা সময়। কোনও ধরনের বিতর্কে জড়িত ছিলেন না তিনি। সমাজের কিছু রূঢ় বাস্তবকে তুলে ধরেছিলেন তাঁর গানের মাধ্যমে। জনপ্রিয়তা দরজায় কড়া নাড়ার সঙ্গে-সঙ্গে তাঁকে মেরেই ফেলা হল। কেবল তাই নয়, তাঁর খুনিরা–গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডেন ব্রার এই খুনের দায় স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, তাঁরাই সিধু মুজ়ওয়ালাকে হত্যা করেছেন।

সেই হত্যাকাণ্ডকেই বড়পর্দায় রূপ দিতে চলেছেন শ্রীরাম রাঘবন। কে অভিনয় করবেন সিধু মুজ়ওয়ালার চরিত্রে। কেই বা হবেন লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার, তা এখনও চূড়ান্ত হয়নি।