Vivek Agnihotri-The Kashmir Files: ৫ দিনে ৬৭.৩৫ কোটি টাকার ব্যবসা, চুপ বলিউড, পরিচালক বললেন…

Bollywood Buzz-The Kashmir Files: আর কিছুদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকবে 'দ্য কাশ্মীর ফাইলস'। তখনও কি চুপ থাকবে বলিউড?

Vivek Agnihotri-The Kashmir Files: ৫ দিনে ৬৭.৩৫ কোটি টাকার ব্যবসা, চুপ বলিউড, পরিচালক বললেন...
'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 11:17 PM

১৯৯০ সালের ১৯ জানুয়ারি। ভূস্বর্গ কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ‘গণহত্যা’! শান্তিপ্রিয় মানুষগুলোকে দেশছাড়া করার ব্যবস্থা করা হয়। এমনই একটি ছবি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী যা নিয়ে কেবল আম দর্শক নন, কাশ্মীরি পণ্ডিতরা নন, তরজা চলছে রাজনৈতিক মহলেও। প্রশ্ন উঠছে নানা স্তরে। মার্কিন মুলুক হোক, অস্ট্রেলিয়া হোক কিংবা আমাদের দেশ ভারতবর্ষ… গোটা বিশ্বে হাউজ়ফুল এই ছবি। করোনাকালে হলে দর্শক ফিরিয়েছে এই ছবি। দেশের মানুষকে এক করেছে এক লহমায়। অনেকদিন এই ধরনের চিত্র দেখেনি বলিউড, দেখেনি গোটা দেশ। সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে বলিউড। যেখানে কোটি কোটি টাকা খরচ করে, প্রচার করেও ছবিকে দাঁড় করানো যায় না। সেখানে ‘দ্য কাশ্মীর ফাইলস’ অল্প বাজেটেই কেল্লাফতে করেছে। ৫ দিনেই ৬৭.৩৫ কোটি টাকার ব্যবসা। ছবির ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলছেন, “প্যান্ডেমিক সময়ের পর ‘দ্য কাশ্মীর ফাইলস’ই সবচেয়ে সফল হিন্দি ছবি। গোটা দেশ, এমনকী প্রধানমন্ত্রী মোদিও বাহবা জানিয়েছেন। বলিউড কিন্তু খুবই চুপ।”

কেন চুপ বলিউড?

ছবির এত সাফল্য। কিন্তু তাতেও হাতে গোনা তারকা ছাড়া বলিউডের সকলেই চুপ। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বলেছেন, “বলিউডের ‘অভিজাত’ মানুষদের মন্তব্য কি খুব গুরুত্বপূর্ণ বলুন? ভারত পাল্টে গিয়েছে। ধীরে ধীরে পুরনো প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ অত্যন্ত সত্যি ছবি। সত্যি মানুষের গল্প বলেছি আমি। তাঁদের যন্ত্রণা তুলে ধরেছি। এটা বলিউডের গল্প নয়। আমার মন ভেঙে যায় যখন দেখি সিনেমা হলে মায়ের বয়সি মহিলারা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসছেন। এই ছবির সঙ্গে একাত্ম হতে পারছেন মানুষ। ছবিটাকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পেরেছি। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।”

আরও পড়ুন: Anupam Kher-The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর নিজের ‘অভিনেতা’ পরিচয় নিয়ে খুশি নন অনুপম খের… কী চাইছেন অভিনেতা?

আরও পড়ুন: Uttam Kumar-Sabitri Chattopadhyay: মাঝরাতে সাবিত্রীর ঘরে উত্তম, বাবা আসছেন শুনে চৌবাচ্চায় ডুব দিয়েছিলেন মহানায়ক, তারপর…

আরও পড়ুন: EXCLUSIVE-Bharat Kaul-The Kashmir Files: আরিয়া কোনওদিনও ওর ঠাকুরদার বাড়িটা দেখতে পাবে না: ভরত কল