Tiger 3: দেশের সঙ্গে গদ্দারি করেছেন সলমন, ‘টাইগার ৩’-এর টিজার প্রকাশ্যে আসতেই অবাক দর্শক

Salman Khan: এখানেই থামেননি ভাইজান। আরও বলছেন, "২০ বছর একভাবে সার্ভিস দেওয়ার পর আজ, ভারতের থেকে আমি ক্যারেক্টর সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি না,দেশ বলবে তাঁর বাবা দেশভক্ত না গদ্দর?বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।" আগামী, ১০ ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

Tiger 3: দেশের সঙ্গে গদ্দারি করেছেন সলমন, 'টাইগার ৩'-এর টিজার প্রকাশ্যে আসতেই অবাক দর্শক
ভাইজানের 'টাইগার ৩' লুক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 5:09 PM

অবশেষে অপেক্ষার অবসান! এবার সাসপেন্স ভেঙে প্রকাশ্যে এলেন টাইগার। এ যে সে টাইগার নয় কিন্তু। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘টাইগার ৩।’ আজ, বুধবার সকালেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। ছবিতে রয়েছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিরা। ছবিতে ভাইজানের কয়েকটি ঝলক যেন আরও একটু উস্কে দিয়েছে দর্শকদের উম্নাদনাকে। টিজারে দেখানো হয়েছে, টাইগারের গায়ে লেগে গিয়েছে গদ্দরের তকমা। তবে কি এবার শত্রু ভাইজান?

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার।’ যা একপ্রকার সাড়া ফেলেছিল দর্শকমহলে। এর ঠিক ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়।’ তারপর কেটে গিয়েছে ৬ টা বছর, দেখা মেলেনি টাইগারের। তার অপেক্ষায় বসে দর্শক। এবার তাই দর্শকের মুখে হাসি ফোটাতে ফিরছে টাইগার। যশ চোপড়ার জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যেখানে ভাইজানকে বলতে শোনা যাচ্ছে, আমার নাম অবিনাশ সিং রাঠোর। আমায় আপনারা যদিও টাইগার নামেই চেনেন। ২০ বছর নিজের সবটা দিয়ে দেশকে রক্ষা করে গিয়েছি, বদলে চাইনি কিছুই। কিন্তু এবার চাইছি। আপনাদের বলা হচ্ছে, টাইগার গদ্দর। দেশের সঙ্গে গদ্দারি করেছে সে। আজ আমি আপনাদের শত্রু।”

এখানেই থামেননি ভাইজান। আরও বলছেন, “২০ বছর একভাবে সার্ভিস দেওয়ার পর আজ, ভারতের থেকে আমি ক্যারেক্টর সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি না, এবার দেশ বলবে, তাঁর বাবা দেশভক্ত না গদ্দর? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।” সব ঠিক থাকলে চলতি বছরের দিওয়ালিতে অর্থাৎ ১০ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবিটির পরিচালক মনীশ শর্মা। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। ২০১৯ সালের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সলমন ও ক্যাটরিনাকে।