Sushant Singh Rajput: ‘ভীষণ কষ্ট পেয়েছিল সুশান্ত…’, প্রযোজকদের পর্দাফাঁস ‘কেদারনাথ’ পরিচালকের!
সুশান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর অন্যতম সুপারহিট ছবি 'কেদারনাথ'-এর পরিচালক অভিষেক কাপুরের। অভিষেক জানান, কেদারনাথ ছবি বানানোর সময় প্রযোজকরা নাকি টাকা দিতেই চাননি, কারণ তাতে সুশান্ত রয়েছেন।
সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের প্রায় দেড় বছর অতিক্রান্ত। তাঁকে নিয়ে ভক্তদের কৌতূহলের আজও অন্ত নেই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল অভিনেতার তা নিয়ে প্রশ্ন সব মহলে। চলছে তদন্তও। এরই মধ্যে সুশান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর অন্যতম সুপারহিট ছবি ‘কেদারনাথ’-এর পরিচালক অভিষেক কাপুরের। অভিষেক জানান, কেদারনাথ ছবি বানানোর সময় প্রযোজকরা নাকি টাকা দিতেই চাননি, কারণ তাতে সুশান্ত রয়েছেন। সুশান্ত যে তারকা তা নাকি মানতে নারাজ ছিলেন বলি প্রযোজকদের একাংশ। নিজের গাঁটের কড়ি খরচ করেই ছবিটি বানিয়েছিলেন অভিষেক, দাবি তাঁর।
অভিষেক আরও যোগ করেন, বলিউডের এক ‘সিস্টেম’ বারেবারেই সুশান্তকে মনে করতে বাধ্য করাতো সে তারকা নয়। মনে করাতো তাঁকে ঘিরে এত মানুষের ভালবাসা আসলে মিথ্যে। তাঁর কথায়, “সুশান্তের মৃত্যু আজও আমি মানতে পারি না। ওঁরা কেদারনাথ বানাতে চাইছিল না কারণ, ওঁদের বক্তব্য ছিল সুশান্ত নাকি তারকা নন। মারাত্মক চাপের মধ্যে ছিলাম। কিন্তু মনে মনে স্থির করে নিই ছবিটি বানাতে হবে। সুশান্ত মারাত্মক কষ্ট পেয়েছিল। নিজের টাকা খরচ করে ছবিটি বানাই আমি।” অভিষেকের ক্ষোভ সুশান্তের মৃত্যুর পর সবাই তাঁকে নিয়ে কথা বলেছেন, তাঁর প্রতি ভালবাসা দেখিয়েছেন কিন্তু তিনি জীবিত থাকাকালীন সেই ভালবাসা প্রকাশিত হল না। অভিষেকে যোগ করেন, “এটাই হল ট্র্যাজেডি”।
প্রসঙ্গত, সুশান্তের প্রথম ছবি কাই পো চে’রও পরিচালক ছিলেন অভিষেক। কেদারনাথ মুক্তি পায় ২০১৮ সালে। সুশান্তের বিপরীতে ছিলেন সারা আলি খান। সেই ছবি সুপারহিট হয়েছিল। ছবির গান থেকে শুরু সুশান্তের অভিনয় আজও দর্শক মনে রয়ে গিয়েছে। ছবিটি করার সময় সারার সঙ্গে সম্পর্কেও জড়িয়েছিলেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে সারাজে জিজ্ঞাসাবাদ করা হলে সে কথা নিজের মুখে শেয়ার করেছিলেন সারা আলি খান, যদিও পরবর্তীতে কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় তা জানা যায়নি।
আরও পড়ুন- Harbhajan Singh: চরম ভক্ত, এই ভারতীয় অভিনেতার ছবি বুকে ট্যাটু করালেন হরভজন সিং