Sridevi: শ্রীদেবী পরা ‘ইংলিশ ভিংলিশ’ শাড়ি উঠল নিলামে, ভক্তদের জন্য বড় সুখবর

Viral News: বরাবরই চেয়েছিলেন শ্রীদেবীর সঙ্গে একটি ফ্যাশন শো করতে। যেখানে তিনি শাড়ি পরে হাঁটবেন। তবে সেই ইচ্ছে অধরাই থেকে গিয়েছে তাঁর। 

Sridevi: শ্রীদেবী পরা 'ইংলিশ ভিংলিশ' শাড়ি উঠল নিলামে, ভক্তদের জন্য বড় সুখবর
সূত্র মারফত খবর ছড়িয়ে পড়ে বিটাউনে, বনি কাপুর শ্রীদেবীর গহনাও চেয়েছিলেন একবার বিক্রি করার জন্য। কিন্তু তেমনটা বাস্তবে ঘটতে দেননি খোদ শ্রীদেবী। এই নিয়েও না কি চলত বচসা। তবে বাবা মা কে নিয়ে এমন মন্তব্যে এবার জল ঢাললেন শ্রীদেবী কন্যা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 3:20 PM

শুটিং সেট থেকে অনেক কিছু অনেক সময় বিভিন্ন কারণে নিলামে উঠতে দেখা যায়। তবে কখনও ভক্তরা বিষয়টা খুব সহজভাবে নিয়ে থাকেন, কখনও আবার তা নিয়ে শুরু হয়ে যায় বচসা। অক্ষয় কুমারের রুস্তম ছবির কস্টিউম নিলামে ওঠার ফলে শুরু হয়ে গিয়েছিল চরম ট্রোলিং। তবে এবার এমনটা ঘটল না। কারণ প্রসঙ্গ এবার শ্রীদেবী। শ্রীদেবী সব ফ্য়াশনেই ছিলেন পারফেক্ট। তাঁকে যাই পরানো হত না কেন, তিনি তাতেই যেন সুন্দর। সকলের নজর কাড়তে তিনি ছিলেন সিদ্ধহস্ত। পারফক্ট ফ্রেম থেকে পোশাক, লুক, শ্রীদেবী মানেই এক কথায় বলিউডের স্টানিং ডিভা। ফলে তার কালেকশন যদি ভক্তের ওয়ারড্রোবে রাখার সুযোগ আসে, তা কি সহজে হাত ছাড়া করা যায়! হয়তো নয়। আর ঠিক তেমনই এক সুযোগ এল এবার।

‘ইংলিশ ভিংলিশ’ ছবির ১০ বছরের সেলিব্রেশন। সেই উপলক্ষ্যেই এবার এই ছবির সেটে পরা শ্রীদেবীর শাড়ি উঠল নিলামে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই খবর। ছবি চিত্রনাট্যকার ও পরিচালক গৌরী সিন্ধে এদিন নিজে উদ্যোগ নিয়ে এই আয়োজন করেন। নিলাম থেকে উঠে আসা টাকা তাঁরা দেবেন এনজিও-র হাতে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই খবর ভক্তদের মনে আলোড়ন সৃষ্টি করে। গৌরী সিদ্ধের কথায়, তিনি বরাবরই চেয়েছিলেন শ্রীদেবীর সঙ্গে একটি ফ্যাশন শো করতে। যেখানে তিনি শাড়ি পরে হাঁটবেন। তবে সেই ইচ্ছে অধরাই থেকে গিয়েছে তাঁর।

অকালে চলে যান শ্রীদেবী। তাঁর মৃত্যু আজও অনেকের কাছে রহস্যই হয়ে রয়ে গিয়েছে। পর্দায় দাপটের সঙ্গে যিনি অভিনয় করতেন, ব্যক্তিগত জীবনে তিনি ঠিক কতটা সুখী ছিলেন, তা নিয়ে প্রশ্ন আজও বর্তমান। তিনি নিজের গহনা, শাড়ি ও তাঁর পোশাক নিয়ে ছিলেন বিশেষ যত্নশীল। ফলে সেই কালেকশনের একটি পেতে কেউ বা না চাইবে। সোমবার এই নিলামে উপস্থিত ছিলেন খোদ বনি কাপুরও।