এবার পরিচালকের টুপি মাধুরীর মাথায়! অভিনেতা স্বয়ং স্বামী শ্রীরাম নেনে
মাধুরী দীক্ষিত, ‘তেজাব’, ‘দেবদাস’, ‘দিল তো পাগল হ্যাঁয়’, ‘হম আপকে হ্যাঁয় কৌন’, ‘খলনায়ক’, ‘সাজন’, ‘বেটা’, ‘কোয়লা’, ‘পুকার’, ‘প্রেম গ্রন্থ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
তিনি বলিউডের ‘ডান্সিং কুইন’। এ কথার প্রমাণের প্রযোজন আর নেই। তবে তিনি যে দারুণ পরিচালক তা কি জানতেন তাঁর অনুগামীরা? না না এ কথা মাধুরী দীক্ষিত অবশ্য নিজ মুখে স্বীকার করেননি। যিনি করেছেন তাঁকে বিরোধিতা করার কারণও নেই। বলেছেন স্বয়ং মাধুরীর স্বামী, শ্রীরাম নেনে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রীরাম শেয়ার করেছেন একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে শ্রীরাম চেয়ারে বসে রয়েছেন, আর মিসেস দীক্ষিত ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ভিডিয়ো করছেন। অনুমাম করা হচ্ছে, শ্রীরাম নেনের নতুন ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিয়োটির শুট করেছেন মাধুরী।
View this post on Instagram
‘ডক্টর নেনে’ ইউটিউব চ্যানেলেটিতে শ্রীরাম স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। ভিডিয়োটি পোস্ট করে শ্রীরাম লেখেন, ‘ব্যবসায় সেরা মানুষটির দ্বারা পরিচালিত। অভিযোগ করার মতো বেশি কিছুই নেই, তাই না? পুনশ্চ: তিনি ও ভীষণ রকমের পারফেকশনিস্ট’ হ্যাশট্যাগে জুড়ে দেন ‘বিহাইন্ড দ্য সিনস’ এবং ‘পরিচালনায় মাধুরী’
অভিনেত্রী মুম্বইয়ে তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন। ১৯৯৯ সালে শ্রীরাম নেনের সঙ্গে বিয়ে করেন মাধুরী। দম্পতি এখন অরিন-রায়ান দুই ছেলের বাবা-মা। অরিন সম্প্রতি স্নানতকতা লাভ করলেন।
মাধুরী দীক্ষিত, ‘তেজাব’, ‘দেবদাস’, ‘দিল তো পাগল হ্যাঁয়’, ‘হম আপকে হ্যাঁয় কৌন’, ‘খলনায়ক’, ‘সাজন’, ‘বেটা’, ‘কোয়লা’, ‘পুকার’, ‘প্রেম গ্রন্থ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। করণ জোহর প্রযোজিত নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘ফাইন্ডিং অনামিকা’তেও দেখা যাবে তাঁকে। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কলঙ্ক’ ছবিতে। আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর এবং সোনাক্ষী সিনহা ছিলেন ছবিতে।