AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা’কে কেড়েছে করোনা, একা হাতে জামাইষষ্ঠীর সব দায়িত্ব নিলেন ঋদ্ধিমার বাবাই

সব ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা। সঙ্গে লিখেছেন এক খোলা চিঠি। মা'র জন্য, বাবার জন্য... ঋদ্ধিমা লিখেছেন, "জামাই ষষ্ঠী। আমার মায়ের প্রিয় অনুষ্ঠান। মনে পড়ে কীভাবে এই দিনটা পালনের জন্য মা অপেক্ষা করে থাকত। জামাই ছিল তাঁর বরাবরের প্রিয়।"

মা'কে কেড়েছে করোনা, একা হাতে জামাইষষ্ঠীর সব দায়িত্ব নিলেন ঋদ্ধিমার বাবাই
জামাইষষ্ঠীর সব দায়িত্ব নিলেন ঋদ্ধিমার বাবাই
| Edited By: | Updated on: Jun 16, 2021 | 8:11 PM
Share

অন্যবার জামাই গৌরবকে নিজে হাতে থালা সাজিয়ে দিতেন ঋদ্ধিমার মা। কিন্তু মাস দুয়েক আগেই করোনা কেড়েছে মা’কে। মা’কে ছাড়া এই প্রথম জামাইষষ্ঠী পালন তাঁর। বিশেষ দিনে ঋদ্ধিমা’র বাবাই যেন হয়ে উঠলেন ‘মা’। নিজের হাতে জামাইকে সাজিয়ে গুছিয়ে পালন করলেন অনুষ্ঠান। খাবার পাতে লুচি থেকে ভাজা, রকমারি মাছ থেকে মাংস বাদ গেল না কিছুই।

সব ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা। সঙ্গে লিখেছেন এক খোলা চিঠি। মা’র জন্য, বাবার জন্য… ঋদ্ধিমা লিখেছেন, “জামাই ষষ্ঠী। আমার মায়ের প্রিয় অনুষ্ঠান। মনে পড়ে কীভাবে এই দিনটা পালনের জন্য মা অপেক্ষা করে থাকত। জামাই ছিল তাঁর বরাবরের প্রিয়।” ঋদ্ধিমা যোগ করেন, “গৌরবের দিনটা সুন্দর বানানোর জন্য বাবা আজ সব কিছু করেছে। কিন্ত মা, আজ আমি গৌরব, বাবা আমরা সবাই তোমায় কী ভীষণ মিস করেছি। তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। ভালবাসি।”

এপ্রিলের শেষে মা’কে হারিয়েছেন ঋদ্ধিমা। মা’কে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, “আমার প্রতিটা শ্বাস-প্রশ্বাসে তোমায় অভাব অনুভব করছি। মেনে নিতে কষ্ট হচ্ছে আমায় সামলানোর জন্য তুমি আর নেই। আমি জানি না আমি বা আমাদের জীবন তোমায় ছাড়া কী করে কাটবে? তোমায় কথা দিচ্ছি, আমি চিরকাল তোমায় গর্বিত করব। আমাদের মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। তোমার সমস্ত স্বপ্ন আমি সত্যি করব। কিন্তু তোমার মত আমাকে আর কোনোদিন কেউ ভালোবাসবে না মা। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো মা। হাসিখুশি থেকো।’ এ দিনও তাঁর মনন জুড়ে ছিলেন মা…তার প্রমাণ তাঁর সোশ্যাল মিডিয়াই।

আরও পড়ুন-সৃজিত-মিথিলা ডুব দিলেন ভার্চুয়াল জামাইষষ্ঠীতে, নতুন ‘শ্বশুর’ পেলেন পরিচালক!

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)