Salman Khan Controversy: ‘আমি শাড়ি খুলতে জানি…’, প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে যখন সলমন

Gossip: হাসির ছলে এক মন্তব্য করতে গিয়ে আঘাত হেনেছিলেন অনেকের মনে। অনেকেই আবার প্রশ্ন তুলেছিলেন, সলমন খানের চরিত্র নিয়ে।

Salman Khan Controversy: 'আমি শাড়ি খুলতে জানি...', প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে যখন সলমন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 9:00 AM

সলমন খান ও ক্যাটরিনা কাইফের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত ছিল একটা সময়, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় অনেকেই মনে করতেন এই জুটি রিয়েল লাইফেও বোধহয় একসঙ্গে থাকবেন। পর্দায় তাঁদের কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছিল রাতারাতি। পর্দার বাইরেও এই জুটিকে একসঙ্গে দেখতেই পছন্দ করতেন ভক্তরা। যার ফলে ক্যাটরিনা কাইফকে সলমনের সঙ্গে বিভিন্ন রিয়্যালিটি শোয়ে উপস্থিত হতে দেখা গিয়েছে বারবার। তেমনি এক রিয়্যালিটি শোয়ে সলমন খান এমন এক মন্তব্য করে বসে ছিলেন, যা নিয়ে রীতিমত চর্চা হয়েছিল সিনে পাড়ায়। নিজের বেফাঁস মন্তব্যের জন্য একাধিকবার চর্চিত হয়েছিলেন সলমন খান।

সেবারও করেছিলেন ঠিক একই ভুল। হাসির ছলে এক মন্তব্য করতে গিয়ে আঘাত হেনেছিলেন অনেকের মনে। অনেকেই আবার প্রশ্ন তুলেছিলেন, সলমন খানের চরিত্র নিয়ে। কী কী ঘটেছিল সেদিন! সলমন খানের শো দশ কা দম-এ উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানে লাল শাড়ি পরে তাঁকে নাচতে দেখা যায়। এরপর ক্যাটরিনার গা থেকে শাড়ি খুলে নেন ভাইজান। যদিও কাটরিনা এই শাড়িটি পরেছিলেন তাঁর পোশাকের উপর। কাটরিনার আসল পোশাক প্রকাশে আনতে শাড়িটি খুলেছিলেন সলমন খান। তবে শাড়ি টেনে খোলা নিয়ে কোনও প্রশ্ন তোলেননি ভক্তরা। শাড়ি খোলার সময় যে মন্তব্য করেছিলেন সলমন খান, তা নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল সিনে দুনিয়ায়। সলমন খানকে বলতে শোনা যায়, ‘তুমি শাড়ি পড়তে যেন আমি শাড়ি খুলতে জানি’। এই ভিডিয়ো ক্লিপিং ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। যা আজও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে। যদিও ভাইরাল এই ভিডিয়ো নিয়ে কোনও প্রকার মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে, তবে শোয়ে পরবর্তীতে তিনি বলেন, তিনি এভাবে বলতে চাননি।