Shah Rukh Khan: হোটেল রুমে সন্তানদের জড়িয়ে শিশুর মতো কেঁদেছি: শাহরুখ খান

Shah Rukh Khan: কাজের দিক দিয়ে বিগত বেশ কিছু বছর ধরেই যেন খরা চলছে শাহরুখের জীবনে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে তাঁর। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'জিরো'।

Shah Rukh Khan: হোটেল রুমে সন্তানদের জড়িয়ে শিশুর মতো কেঁদেছি: শাহরুখ খান
শাহরুখ খান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 5:12 PM

রাজারও দুঃখ হয়, অভিমানে ভাঙে মন। বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গেও ঘটেছিল এমন ঘটনা। হোটেলে দুই সন্তানকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে হয়ে তাঁকে। কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে? সাল ২০১৪, প্রসঙ্গ আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের জীবনে নেমে এসেছিল হঠাৎ ঝড়। আবু ধাবিতে হচ্ছিল আইপিএলের প্রথমার্ধ। সেখানে পরপর সব ক’টা ম্যাচেই পরাজয় ঘটছিল নাইটদের। আর তাতেই মুষড়ে পড়েন শাহরুখ। তাঁর কথায়, “২০১৪ সালে আবু ধাবিতে পরপর সব কয়টা ম্যাচেই হেরে যাচ্ছিলাম আমরা। আমার মনে আছে আমার সন্তানদের সঙ্গে গিয়ে বসে থাকতাম। আর তারপরেই হোটেল রুমে একা একা ওদের সঙ্গে কাঁদতাম। আবার হেরে গেল, কী যে দুঃখ হত।” তবে দুঃখ কখনো চিরস্থায়ী নয়। শাহরুখের ক্ষেত্রেও ঘটেছিল মির‍্যাকল। যে মুহূর্তে ওই টুর্নামেন্ট ভারতে নিয়ে আসা হয় পরপর সব কয়টা ম্যাচেই জয়লাভ করতে থাকে শাহরুখের টিম। এখানেই শেষ নয় ওই সিজনে কাপও জেতে কেকেআর। শাহরুখ যোগ করেন। “সবাই হঠাৎ করেই ভাল খেলতে শুরু করে। জীবন আসলে এমনটাই। আমি তো আমার কেকেআরের এই ম্যাচগুলো থেকে শিক্ষা নিই।” যতই এগিয়ে যাওয়ার কথা বলুন না কেন টিম হারলে কষ্ট তাঁরও হয়। শাহরুখের কথায়, “যাই বলি না কেন, খারাপ তো লাগেই। যতই জ্ঞান দিই না কেন, এই হয়, সেই হয়, যখন হারি, খুব খারাপ লাগে। খুবই কষ্ট হয়।”

কাজের দিক দিয়ে বিগত বেশ কিছু বছর ধরেই যেন খরা চলছে শাহরুখের জীবনে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে তাঁর। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। ২০১৮ সালে তা মুক্তি পেয়েছিল। ছবিতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। এত বড় বড় কাস্ট থাকা সত্ত্বেও সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল ছবি থেকে। চার বছর পর আবারও কামব্যাক করছেন শাহরুখ। তাঁর ছবির নাম ‘পঠান’। ছবিটি নিয়ে ইতিমধ্যেই হচ্ছে বেশ আলোচনা। । ছবিটির একটি গান মুক্তি পেয়েছে আর তা নিয়েই চলছে জোর চর্চা। গেরুয়াশিবিরে একটা বড় অংশের দাবি, গানটিতে দীপিকা পাড়ুকোন যে পোশাক পরেছেন তা অশালীন। উঠেছে বয়কটের ডাক।

অন্যদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড, ঘৃণা ছড়ানো নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি বলেন, “বরাবরই সামাজিক মাধ্যমে সঙ্কীর্ণতা বপন করে এসেছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি, আপনি আর এই পৃথিবীতে যত ইতিবাচকতাকে আঁকড়ে ধরা মানুষ রয়েছেন, তাঁরা সবাই বেঁচে থাকব।”