Janhvi-Sridevi-Boney-Urmila: উর্মিলার জন্যেই কি মেয়ের নাম জাহ্নবী রেখেছিলেন বনি?

Janhvi-Sridevi-Boney-Urmila: জাহ্নবী সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, তাঁর বাবা বনি কাপুর এই নাম খুব পছন্দ করতেন।

Janhvi-Sridevi-Boney-Urmila: উর্মিলার জন্যেই কি মেয়ের নাম জাহ্নবী রেখেছিলেন বনি?
জাহ্নবী-উর্মিলা

| Edited By: Mahuya Dutta

Apr 24, 2022 | 6:34 PM

জাহ্নবী কাপুর। শ্রীদেবী, বনি কাপুরের প্রথম সন্তান। কেন তাঁর এই নাম রাখা হয়েছিল? শ্রীদেবী, অনিল কাপুর, উর্মিলা মাতন্ডকর অভিনীত ছবি জুদাই ছবিতে উর্মিলার নাম ছিল জাহ্নবী। এই নাম থেকেই কি জাহ্নবীর নামকরণ? এর উত্তরে এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, জুদাই সিনেমা তৈরি হওয়ার আগে থেকেই বনি কাপুর এবং শ্রীদেবীর এই নামটি পছন্দ ছিল। বিশেষ করে শ্রীদেবী এই নামটির প্রতি খুব আবেগপ্রবণ ছিলেন। কারণ নামটির মানে। জাহ্নবী মানে বিশুদ্ধতা।

জাহ্নবী সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, তাঁর বাবা বনি কাপুর এই নাম খুব পছন্দ করতেন। তাঁর মাও। তবে শ্রীদেবী বেশি। কারণ নামের মানেটা তিনি মেয়ের মধ্যেই দেখতেন। শ্রীদেবী একবার তাঁকে বলেছিলনে, যখন তিনি মেয়েকে দেখতেন, তাঁর মধ্যে বিশুদ্ধ আত্মা ছাড়া আর কিছুই চোখে পড়ত না। আর তার থেকেই তাঁর নাম রাখেন জাহ্নবী।

জাহ্নবীকে অনেক সময়ই তাঁর মায়ের সঙ্গে তুলনা করা হয়. কেমন লাগে তাঁর? “ভাল লাগে যখন অনেকেই বলেন, আমার মধ্যে তাঁরা  মা-এর প্রতিচ্ছবি দেখতে পান। কিন্তু আমি মনে করি, আমরা দুটো আলাদা মানুষ। আমি তো আমার বোন খুশির মধ্যে মায়ের প্রভাব বেশি দেখতে পাই”,জানিয়েছেন জাহ্নবী।

জাহ্নবীর হাতে অনেক কাজ। বরুণ ধাওয়ানের সঙ্গে করছেন বাওয়াল, সানি কৌশলের সঙ্গে মিলি আর আনন্দ এল রাজের ছবি গুড লাক জেরি।

 

আরও পড়ুন- Varun Dhawan-Divya Bharti: জন্মদিনে কেন দিব্যা ভারতীর কথা  স্মরণ করলেন বরুণ ধাওয়ান?

আরও পড়ুন- Hrithik Roshan:  হৃত্বিক রোশন-এর নতুন ছবির লুক দেখে কী বললেন অনুরাগীরা?

আরও পড়ুন-Ranveer-Karan-Alia: স্বামী রণবীর নয়, দীপিকার বর রণবীরের সঙ্গে আলিয়া, বিয়ের পর এ কি করছেন তিনি?