Kapil Sharma: লকডাইনে কাজ হারিয়ে খাবার ডেলিভারি করেছেন কপিল শর্মা, সেই গল্পই বলবেন বুসানে
Busan International Film Festival: যে কপিল শর্মাকে 'দ্য কপিল শর্মা শো'-এর সঞ্চালক হিসেবেই সকলে চেনেন, তিনিই নাকি বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করেছেন।
ভাবছেন বাস্তব ঘটনা? একেবারেই তা নয়। বিষয়টার সঙ্গে কপিল শর্মা জড়িয়ে থাকলেও, সেটা তাঁর জীবনের কাহিনি নয়। সেটি একটি ছবি। ছবিতে অভিনয় করেছেন কপিল শর্মা। তিনিই মুখ্য চরিত্রে। রয়েছেন সাহানা গোস্বামী। ছবির নাম ‘সুইগাটো’। পরিচালকের নাম নন্দিতা দাস। ছবিটি মনোনীত হয়েছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রিমিয়ার হবে এই ছবি। ছবি প্রযোজনা করেছে অ্যাপ্লজ় এন্টারটেইনমেন্ট।
এর আগে টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় ‘সুইগাটো’। সেখানে সমালোচকদের বাহবা কুড়িয়েছে ছবি। ২৭তম বুসানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়ে কৃতিত্বের আরও এক ধাপ পেরলো ছবি। ছবির অন্যতম ইউএসপি কপিল শর্মা। যে কপিল শর্মাকে ‘দ্য কপিল শর্মা শো’-এর সঞ্চালক হিসেবেই সকলে চেনেন। তিনি ছবিতেও অভিনয় করেন। এই খবর অনেকেই জানেন। কিন্তু নন্দিতা দাসের পরিচালিত ছবিতে কপিলের অভিনয় নিয়ে অনেকেই আগ্রহী। সেই সঙ্গে সাহানা গোস্বামীর মতো অভিনেত্রীও রয়েছেন তাতে।
ছবিতে কপিল শর্মার চরিত্রটি একটি কারখানার প্রাক্তন ফ্লোর ম্যানেজারের। প্যানডেমিকের সময় চাকরি হারিয়েছে সে। তারপর খাবার ডেলিভারি করা রাইডারের কাজ পায়। রেটিংস ও ইনসেন্টিভের জীবন হয়ে ওঠে তার। অন্যদিকে তার স্ত্রী বিভিন্ন ধরনের কাজ খুঁজতে থাকে। মনে ভয় নিয়ে আলিঙ্গন করে স্বাধীনতাকেও। জীবনের অনিশ্চয়তা নিয়ে গল্প। সেই অনিশ্চয়তার মধ্যেও আনন্দ আছে। বাস্তব থেকে উঠে এসেছে সেই কাহিনি। প্যানডেমিকে সাধারণ মানুষের সংগ্রামের কাহিনি বলে ছবি। ২০২২ সালের অক্টোবরে ৫ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবি।