মাইথলজিক্যাল থ্রিলারে নতুন লুকে বনি সেনগুপ্ত, কী বললেন তিনি?
এই সিনেমার বেশিরভাগ শ্যুট হয়েছে পুরুলিয়ার এক পাহাড়ে। চল্লিশ ফুট দেবী মূর্তি তৈরি করা হয়েছিল। মাফিয়া পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথলজিকাল থ্রিলার। এই ছবিতে অন্য একটি চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে।

অভিনেতা বনি সেনগুপ্তর নতুন ছবি ‘বানসারা’-তে তাঁর লুক এখন চর্চার বিষয়। পরিচালক অতিউল ইসলাম তাঁর মাইথলজিক্যাল থ্রিলারে নতুন লুকে বনি সেনগুপ্ত, কী বললেন তিনি? থ্রিলারে একদম নতুন লুকে আনছেন নায়ক বনি সেনগুপ্তকে। বনির ছোট করে কাটা চুল, পরনে লুঙ্গি। কোথাও একটা দক্ষিণের ছবির ছাপ দেখা যাচ্ছে। আগামী পুজোতে এই ছবি বড় পর্দায় মুক্তির কথা শোনা যাচ্ছে। বনি সেনগুপ্ত এই ছবির লুক নিয়ে TV9বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, এই লুকটা নিয়ে তিনি অনেক এক্সপেরিমেন্ট করেছেন। তিনি বলেন, “এই ছবিতে আমার চরিত্র একজন পুলিশ অফিসারের। তাই খুব বেশি লম্বা দাড়ি বা চুল রাখা সম্ভব নয়। তারপর চুল একদম ক্রুকাট করে গোঁফ ব্যবহার হয়েছে। আমার এই চরিত্রটির পাস্ট ঘটনা আছে, যে কারণে আমার ভ্রু-তে একটা কাট-মার্ক করা হয়েছিল। কোনওটাই মেকআপ নয় রিয়েল করার চেষ্টা করেছি। তবে লুঙ্গি পরা এই লুকটি একটি নির্দিষ্ট সিন-এর জন্য করা। এই সিনে গ্রামের মানুষের সঙ্গে তাণ্ডব নৃত্য করছি দেখান হচ্ছে। তাই এই রকম লুক করা হয়েছে। “
বনি সেনগুপ্ত আরও বলেন, “এই চরিত্রটি একজন পুলিশ অফিসারের সে এই অভিশপ্ত বানসারা গ্রামে আসে। এবং এসে এখানকার ঘটে চলা নানা ঘটনার সমস্যা ধরতে পারবে নাকি অন্য কিছু ঘটবে, সেটাই গল্প। এটা বলতে পারি মাইথলজিকাল থ্রিলার বাংলায় খুব বেশি হয়নি। “
এই সিনেমার বেশিরভাগ শ্যুট হয়েছে পুরুলিয়ার এক পাহাড়ে। চল্লিশ ফুট দেবী মূর্তি তৈরি করা হয়েছিল। মাফিয়া পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথলজিকাল থ্রিলার। এই ছবিতে অন্য একটি চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। ছবিতে তিনি বড় মা-এর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর লুকেও রয়েছে চমক।





