AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে যশ-নুসরতের দাম্পত্য অটুট

খবরের সত্যতা যাচাই করতে TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলে, যশ জানালেন,  "সকাল থেকেই  ভুল খবর ঘুরছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে। মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করেত হবে, কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না। নিজে থেকেই  আনফলো হয়ে যাচ্ছে! আমাদের স্যোশাল মিডিয়া টিম দেখছে বিষয়টা।"  তাঁদের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলে যশ হেসে বললেন,  "সোশ্যাল মিডিয়ায় যে সমস্যা সেটার প্রমাণ আপনাকেই পাঠালাম।  আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই।"

বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে যশ-নুসরতের দাম্পত্য অটুট
| Edited By: | Updated on: May 22, 2025 | 11:16 AM
Share

টলিপাড়ায় ২১মে সকালে ছড়িয়ে পড়ে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের বিচ্ছেদের জল্পনা! কিন্তু গুজবে কান দিতে বারণ করে দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরত জাহান আর যশ দাশগুপ্তের মধ্যে কোন সমস্যাই হয়নি। তাঁরা একসঙ্গে রয়েছেন। সকাল থেকে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে যশ-নুসরতের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। সেটাও আঁচ করে নেওয়া হয় ইনস্টাগ্রাম থেকে।

তাঁরা নাকি একে অপরকে আনফলো করেছেন। এই খবরের সত্যতা যাচাই করতে TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলে, যশ জানালেন,  “সকাল থেকেই  ভুল খবর ঘুরছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে। মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করেত হবে, কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না। নিজে থেকেই  আনফলো হয়ে যাচ্ছে! আমাদের স্যোশাল মিডিয়া টিম দেখছে বিষয়টা।”  তাঁদের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলে যশ হেসে বললেন,  “সোশ্যাল মিডিয়ায় যে সমস্যা সেটার প্রমাণ আপনাকেই পাঠালাম।  আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই।”

যশ দাশগুপ্ত আরও জানালেন,  ”বহুদিন পর আমি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে এসেছি। নুসরত ওর পরিবারের সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছে।”

কিছুদিন আগেই যশ-নুসরতের ছবি ‘আড়ি’ মুক্তি পেয়েছিল। দু’ জনে হাতে-হাত ধরে সামলেছেন প্রচার থেকে  রিলিজ পর্ব। সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় তাঁদের অফস্ক্রিন আর অনস্ক্রিন জুটিকে ফুল মার্কস দিয়েছেন। ছবির সাফল্যে যশ-নুসরত জমিয়ে পার্টি করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় আনফলো স্টেটাস দেখেই টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে। কিন্তু সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে যশ দাশগুপ্ত জানিয়ে দিলেন,  কোন সমস্যাই নেই, সোশ্যাল মিডিয়ায় এমন সমস্যার জন্য দায়ী মার্ক জুকারবার্গ!

এই মুহূর্তে যশ আর নুসরত দু’ জনেই শহরের বাইরে। সেই সুযোগে ভুল খবর রটাচ্ছে কে? এই নিয়ে প্রশ্ন উঠছে টলিপাড়ায়। এমনকী নায়ক-নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, তাঁদের টিম থেকে একজনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তিনি এমন খবর রটাচ্ছেন, সেটা হতে পারে।