মুম্বই বিমানবন্দরে নোংরা কার্পেট, ক্ষোভে ফেটে পড়লেন শেফ বিকাশ
শেফ বিকাশ খান্না এমন একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা দীর্ঘদিন ধরেই মুম্বইবাসী এবং মুম্বই থেকে আসা-যাওয়া করা বিমানযাত্রীদের বিরক্তির কারণ—ধুলো জমে শক্ত হয়ে যাওয়া কার্পেট। শুক্রবার তিনি এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। নিউ ইয়র্ক থেকে মাস্টারচেফ ইন্ডিয়ার প্রচারের জন্য মুম্বই আসার পথে বিকাশ মুম্বই বিমানবন্দরের কার্পেটের একটি ছবি শেয়ার করে বলেন, এটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

শেফ বিকাশ খান্না এমন একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা দীর্ঘদিন ধরেই মুম্বইবাসী এবং মুম্বই থেকে আসা-যাওয়া করা বিমানযাত্রীদের বিরক্তির কারণ—ধুলো জমে শক্ত হয়ে যাওয়া কার্পেট। শুক্রবার তিনি এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। নিউ ইয়র্ক থেকে মাস্টারচেফ ইন্ডিয়ার প্রচারের জন্য মুম্বই আসার পথে বিকাশ মুম্বই বিমানবন্দরের কার্পেটের একটি ছবি শেয়ার করে বলেন, এটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি লেখেন, “মুম্বই বিমানবন্দরের দক্ষতাকে আমি খুব ভালোবাসি ও সম্মান করি। কিন্তু এই কার্পেট রাখা একেবারেই অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য। এটি পরিষ্কারর নয়। সব হাঁপানিতে ভোগা মানুষ ও ব্রঙ্কাইটিস সমস্যায় আক্রান্তদের পক্ষ থেকে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, দয়া করে বিমানবন্দর থেকে এটি সরানোর বিষয়টি দেখুন। এটি গুরুতর শ্বাসকষ্টের কারণ হতে পারে এবং প্রাণঘাতীও হতে পারে। ”
এমন মন্তব্যে অনেকেই তাঁর সঙ্গে একমত হন। একজন লেখেন, “আমি পুরোপুরি একমত। অবশেষে আশা জাগছে যে হয়তো এটি সরানো হবে।” আরেকজন লেখেন, “১০০% একমত! দিল্লি বিমানবন্দরেও একই অবস্থা। কার মাথা থেকে এমন আইডিয়া এসেছিল?”
ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ বিকাশের পোস্টের জবাব দেয়। তারা লেখে, “প্রিয় মি. খান্না, বিমানবন্দরের দক্ষতা সম্পর্কে আপনার সদয় মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার প্রশংসায় আমরা সত্যিই অভিভূত। একই সঙ্গে কার্পেটের অবস্থার বিষয়ে আপনার উদ্বেগ আমরা গুরুত্বের সঙ্গে নোট করেছি। নিশ্চিন্ত থাকুন, বিষয়টি সংশ্লিষ্ট টিমের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং যাত্রীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথ সংশোধনমূলক ব্যবস্থা করা হবে।”
