Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh Concert: কনসার্ট চলাকালীন আচমকাই চুম্বন যুগলের, অরিজিৎ কী করলেন জানেন?

Arijit Singh: ঔরঙ্গাবাদে শো করতে গিয়ে এক মহিলা ভক্তের মাত্রাতিরিক্ত উত্তেজনায় আহত হয়েছেন গায়ক অরিজিৎ সিং। আপাতত তিনি বিশ্রামে। তবে জানেন কি, ওই কনসার্টেই ঘটেছে এক অন্য ধরনের ঘটনাও।

Arijit Singh Concert: কনসার্ট চলাকালীন আচমকাই চুম্বন যুগলের, অরিজিৎ কী করলেন জানেন?
গ্রাফিক্স- অভিজিৎ বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 7:34 PM

ঔরঙ্গাবাদে শো করতে গিয়ে এক মহিলা ভক্তের মাত্রাতিরিক্ত উত্তেজনায় আহত হয়েছেন গায়ক অরিজিৎ সিং। আপাতত তিনি বিশ্রামে। তবে জানেন কি, ওই কনসার্টেই ঘটেছে এক অন্য ধরনের ঘটনাও। আচমকাই অরিজিতের সামনে যুবতীর প্রেমপ্রস্তাব, চুম্বন…বিয়ের জন্য রাজি করানো… ঘটে গেল অনেক কিছুই। এই গোটা সময়টা অরিজিৎ কী করলেন? ঠিক কী-ই বা ঘটেছে? অরিজিতের ওই শো’য়ে হাজির ছিলেন এক যুগল। আচমকাই সেখানে প্রেমের দক্ষিণ হাওয়া… মাইক নিয়ের অরিজিতের সামনেই এক তরুণী সঙ্গের তরুণের উদ্দেশে বলেন, ” সাধারণত ছেলেরা মেয়েদের প্রপোজ করে, কিন্তু আমি একটু অন্যরকম কিছু করতে চাই।” এই বলেই সঙ্গীকে প্রপোজ করতে যাবেন, অরিজিৎকে স্টেজ থেকে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়। তিনি বলতে থাকেন,”আমি কেন কাবাব মে হাড্ডি হব। তোমরা চালিয়ে যাব।” প্রতিবাদ করতে থাকেন সকলেই। তরুণী অরিজিৎকে অনুরোধ করেন তাঁর জীবনের বিশেষ মুহূর্তের সাক্ষী যেন গায়ক থাকেন। আর এর পরেই ঘটে যায় সেই ঘটনা, অরিজিৎ লাইভ গাইছেন, আর সেই তরুণী প্রেমিকের সামনে বলে ওঠেন, “সৌমেন আমায় বিয়ে করবে?” পাল্টা সম্মতি পেতেই মিশে যায় দুজনের ঠোঁট। অরিজিতের গলার স্বর আরও কিছুটা বেড়ে গিয়ে নেমে আসে ভালবাসার রাজত্ব। ‘মস্ত মগন’-এ মগ্ন হয়ে ওঠেন সকলেই…।

এই ঘটনায় যদিও সোশ্যাল মিডিয়ায় মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেরই মতে সবার সামনে এ হেন চুম্বন খেয়ে মোটেও ঠিক করেননি ওঁরা। তাঁদের মতে, “অরিজিৎ বিরক্ত হয়েছেন। অস্বস্তি বোধ করেছেন। এটা কি পশ্চিমি সংস্কৃতি? এগুলো কি শুরু হয়েছে?” আরেকদল যদিও খুল্লামখুল্লা পাশে দাঁড়িয়েছে তাঁদের। তাঁদের পাল্টা বক্তব্য, “যব কিয়া প্যায়ার তো ডরনা ক্যায়া?”

প্রসঙ্গত, ওই কনসার্টের পর হাতে চোট লাগলেও, আপাতত আগের থেকে ঠিক আছেন গায়ক। তবে সূত্র জানাচ্ছে, চিকিৎসক আরও কিছু দিন তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। ভক্তরা চিন্তিত। প্রিয় গায়কের ব্যথা দ্রুত সেরে যাক, এমনটাই প্রার্থনা তাঁদের।