একটি থাপ্পড়। গুঞ্জন শুনেছে গোটা বিশ্ব। একটি থাপ্পড়। ভাগ্য পাল্টাল এক মার্কিন কমেডিয়ানের। ক্রিস রক তাঁর নাম। থাপ্পড়ের কারণেই এখন তিনি সর্বজন বিদিত। চলছিল ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। মার্কিন মুলুকের ডলবি থিয়েটারে তখন অস্কার বিরতণের দিকেই সকলের নজর। সেই মঞ্চেই সঞ্চালকের ভূমিকায় ছিলেন ক্রিস রক। দর্শকাসনে বসা অভিনেত্রী ডাজা পিঙ্কেট স্মিথের শারীরিক অসুস্থতা নিয়ে মস্করা করে বসেন ক্রিস। জাডার পাশেই বসেছিলেন তাঁর স্বামী অভিনেতা উইল স্মিথ। মস্করা হতেই মঞ্চে উঠে ক্রিসের গালে সজোরে চপেটাঘাত করেন উইল। সেই চপেটাঘাত সারাবিশ্ব দেখেছে। সমালোচনার ঝড় হয়ে গিয়েছে বিশ্বের প্রতিটি কোণায়। কিন্তু এসবের মধ্যে ‘চড় খাওয়া’ কমেডিয়ান ক্রিস রকের বেজায় লাভ হয়েছে। ক্রিসের কমেডি শোয়ের টিকিটের দাম একলাফে অনেকটাই বেড়ে এই থাপ্পড়ের কারণে।
উইল স্মিথের হাতে ‘থাপ্পড়’ খাওয়ার পর ক্রিস রককে চোখের দেখা দেখতে আগ্রহী হয়েছেন দর্শকরা। ৪৬ ডলারে বিক্রি হওয়া কমেডি শোয়ের টিকিটের দাম বেড়ে হয়েছে ৪১১ ডলার। ভারতীয় মূদ্রায় এর মূল্য আকাশছোঁয়া। ক্রিসের একেকটি টিকিটের দাম বেড়েছে প্রায় ৩,৫০০ টাকা থেকে ৩১,২১০ টাকা। প্রায় ১০ গুণেরও বেশি। মূলত তাঁকে চাক্ষুষ করতেই পালে-পালে দর্শক আসতে চাইছেন।
এদিকে অস্কার কমিটি চটেছে উইল স্মিথের উপর। বিষয়টিকে মোটেই সহজভাবে নেয়নি কমিটি। ‘ব্যাড বয়’খ্যাত অভিনেতার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। একেই বলে ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’…
ডলবি থিয়েটারের দর্শকের কাছে উইল স্মিথের চড় ছিল আকস্মিক। কেউ ভাবতেই পারেননি এমনভাবে জ্বলে উঠতে পারেন অভিনেতা। তাঁরা সকলে হাততালি দিয়ে ওঠেন। চড় মেরে গালিগাজও করেছেন স্মিথ। সেসব এখানে লেখাও যাবে না। বাড়িতে বসে যাঁরা অস্কারের সরাসরি সম্প্রচার দেখছিলেন, তাঁরাও সিটি দিয়ে ওঠেন স্মিথের চড়ে।
এদিন অস্কারের মঞ্চে পুরস্কার হাতে উইল স্মিথ বলেছেন, “হিংসা একপ্রকার ধ্বংসাত্বক ও বিষাক্ত।” ইনস্টাগ্রামে তিনি লিখেছে, “অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার আচরণ ঠিক ছিল না। একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে জাডাকে নিয়ে মস্করা আমি সহ্য করতে পারিনি। তাই ওভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। কাউকে চড় মারার মানুষ আমি নই। আমি ক্রিসের কাছে ক্ষমা চাইছি। আমিও আমার সীমা লঘ্নন করেছি। আমিও ভুল করেছি। আমি দুঃখিত। ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও জায়গা নেই।”
আরও পড়ুন: Will Smith-Chris Rock: মঞ্চেই চড়, মঞ্চেই ক্ষমা, তবুও উইলের বয়ান বলছে, ‘যা করেছেন, বেশ করেছেন’
আরও পড়ুন: Will Smith-Oscars: ‘থাপ্পড় কাণ্ডে’ অ্যাকাডেমি কি কোনও পদক্ষেপ নেবে উইল স্মিথের বিরুদ্ধে ?