শিশুশিল্পী হিসেবে কি গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন আদিত্য নারায়ণ?
আমির খান, ঊর্মিলা মাতন্ডকার অভিনীত ‘রঙ্গিলা’ বা শাহরুখ খান অভিনীত ‘পরদেশ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদিত্য। তাঁর গাওয়া কিছু গানও জনপ্রিয় হয়েছিল। আপাতত তিনি সঞ্চালনার কাজে মন দিয়েছেন।
গত কয়েকদিন ধরেই বিতর্কের কারণে শিরোনামে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল। তার জেরেই আলোচনায় উঠে এসেছেন এই শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ। বিখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য। তাঁর আট বছর বয়সের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে। যেখানে বড় হয়ে কী হতে চান, সেই স্বপ্নের কথা বলেছিলেন সে দিনের ছোট্ট আদিত্য।
আমির খান, ঊর্মিলা মাতন্ডকার অভিনীত ‘রঙ্গিলা’ বা শাহরুখ খান অভিনীত ‘পরদেশ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদিত্য। তাঁর গাওয়া কিছু গানও জনপ্রিয় হয়েছিল। আপাতত তিনি সঞ্চালনার কাজে মন দিয়েছেন। তবে ছোট থেকেই বাবার মতো বিখ্যাত গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন আদিত্য।
View this post on Instagram
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, আদিত্য বলছেন, অনেক বড় গায়ক হতে চান তিনি। গায়ক হিসেবে অনেক মাইলস্টোন ছুঁয়ে ফেলার স্বপ্ন দেখেন।
View this post on Instagram
শিশু শিল্পী হিসেবেই মিউজিক ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেন আদিত্য। তবে ইন্ডিয়ান আইডল বিতর্কে তাঁর একেবারে ভিন্ন রূপ দেখছেন দর্শক। কেউ বলেন, যেটুকু সাফল্য পেয়েছেন, সবটাই বাবা অর্থাৎ উদিত নারায়ণের জন্য। কেউ বা বলেন, নিজের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাননি আদিত্য। যদিও এ বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন, নিজেকে মেয়ের হেয়ার ড্রেসার হিসেবে পরিচয় দিলেন সুস্মিতা!