Actress Nusrat: হঠাৎ হাসপাতালে নুসরত, হল অস্ত্রোপচার, কী হয়েছে তাঁর?

Actress Nusrat: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবার হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Actress Nusrat: হঠাৎ হাসপাতালে নুসরত, হল অস্ত্রোপচার, কী হয়েছে তাঁর?
নুসরত ফারিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 12:52 PM

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবার হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু দিন ধরেই তাঁর বাঁ দিকের চোখে একটি সমস্যা দেখা গিয়েছিল। সেই সমস্যাই গুরুতর হওয়ায় বাংলাদেশের বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। এ প্রসঙ্গে অভিনেত্রীর মা বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে বলেন, “চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে।” ফারিয়া নিজেও একটি ছবি শেয়ার করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাল আছেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠা অবধি কাজে ফিরবেন না বলেই জানিয়েছেন নুসরত।

প্রসঙ্গত, গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ আবার প্রলয়। ওই সিরিজে আইটেম নম্বরে দেখা গিয়েছে নুসরতকে। সিরিজের প্রচারে যদিও তাঁকে কলকাতায় আসতে দেখা যায়নি। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন নুসরত। কিছু দিন আগে পোশাক নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে টিভিনাইন বাংলাকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে স্বজনপোষ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ” আমি আসলে স্বজনপোষণে বা নেপোটিজ়মে বিশ্বাসী নই। বরং বলতে পারেন ফেভাটিরিজ়ম। আমি কারও জন্য একটু সুপারিশ করে দিলাম। আমার পরিচিত কেউ হয়তো সত্যি ভাল কাজটা করে, চেষ্টা করছে তাঁকে দু’টো যোগাযোগ দিলাম। আর এটা সব ইন্ডাস্ট্রিরর ক্ষেত্রেই হয়ে থাকে। আমার ঢাকাতেও হয়। এটাকে আমি স্বজনপোষণ বলি না। এটা তো সাহায্য, এভাবেই তো এগোবে নতুনরা। পাশে থাকা, সাহায্য করা আর স্বজনপোষণ বিষয়টা কিন্তু আলাদা। সেটা সম্পর্কে আমার কিছু বলার নেই।”