Viral Post: তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, প্রাপ্ত পারিশ্রমিক দান করতে চান, চাইলেন ক্ষমাও
Akshay Kumar: পরবর্তীতে তিনি এমন কোনও সংস্থার সঙ্গে যুক্ত হবেন না এবং তিনি তামাক প্রচারও করছেন না। কয়েকদিনে ভক্তদের কড়া সমালোচনা চোখ খুলে দিয়েছে আক্কির।
কোনও সেলিব্রিটি বিজ্ঞাপনের মুখ হওয়া মানেই সেই দ্রব্য বা পন্যের বিক্রয়কে তিনি বা তাঁরা বুস্ট করার চেষ্টা করছেন। কোনও দ্রব্য বিজ্ঞাপনে যদি দেখানো হয় যে সেটা কোনও এক বিশেষ সেলিব্রিটি ব্যবহার করছেন, তবে ভক্তদের কাছে এই বার্তাই যায় যে যদি সুপারস্টারেরা এটা খেয়ে থাকেন, বা ব্যবহার করে থাকেন, তবে তা ভাল এবং ক্ষতিকারক নয়। এই বিশ্বাসকেই ব্যবসার অস্ত্র করে ও তার ওপর ভর করেই কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন সংস্থা বিজ্ঞাপনের মুখ করে রাখেন সুপারস্টারদের। তবে এবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়। অতীতে দ্রব্যর গুণগতমান নিয়ে প্রশ্ন ওঠায় সেলেবদের বিপাকে পড়ে দেখা গিয়েছে একাধিকবার। তবে এবার ঘটল উল্টোটাই।
কেন সেলেবমহল তামাক জাতীয় দ্রব্যের প্রচারের মুখ হচ্ছেন! সম্প্রতি এমনই প্রশ্নের মুখে পড়তে হয় অক্ষয় কুমারকে। তিনি এক এলাচের বিজ্ঞাপনের মুখ, যে সংস্থার তামাক জাতীয় দ্রব্যও তৈরি করে থাকেন। তা নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে যায় নেট দুনিয়ার পাতায়। এবার সেই সমালোচনাতে সাড়া দিয়েই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার। তিনি সাফ জানালেন সোশ্যাল মিডিয়ায়, ভক্তদের এই আবেগকে গুরুত্ব ও মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং এই বিজ্ঞাপন করে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন, তা কোনও ভাল কাজে তিনি দান করতে চান।
— Akshay Kumar (@akshaykumar) April 20, 2022
সোশ্যাল মিডিয়ায় টুইট করেই এমনটা জানান অক্ষয় কুমার। এখানেই শেষ নয়, তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী বেশ কিছুদিন হয়তো এই বিজ্ঞাপন চালানো হবে। তবে পরবর্তীতে তিনি এমন কোনও সংস্থার সঙ্গে যুক্ত হবেন না এবং তিনি তামাক প্রচারও করছেন না। কয়েকদিনে ভক্তদের কড়া সমালোচনা চোখ খুলে দিয়েছে আক্কির। তাঁর এই সিদ্ধান্তে বর্তমানে নেটদুনিয়ায় ঝড় উঠে প্রশংসার। সকলেই অক্ষয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট হয়ে যায় ভাইরাল। আবারও খবরের শিরোনামে অক্ষয় কুমার, বড় সিদ্ধান্ত নিয়ে তিনি সেই সকল সুপারস্টারদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, যাঁরা সমাজের দায়বদ্ধতাকে অস্বীকার করে কেবল উপার্যনের জন্যই বিজ্ঞাপনের প্রস্তাব গ্রহণ করে থাকেন।
আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট