Ameesha Patel: কলকাতায় নাচলেন আমিশা পটেল, কেন তাঁকে দেখে চোখে জল ভক্তদের?
Ameesha Patel: ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন আমিশা পটেল। উদ্দেশ্য ছিল পাঁচতারায় এক অনুষ্ঠানে অংশ নেওয়া। নাচলেন তিনি। পনি টেইল আর বডিকন পোশাক পরে মঞ্চ কাঁপাতে দেখা গেল তাঁকে। কিন্তু তাঁকে দেখে মন খারাপ ভক্তদের।
ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন আমিশা পটেল। উদ্দেশ্য ছিল পাঁচতারায় এক অনুষ্ঠানে অংশ নেওয়া। নাচলেন তিনি। পনি টেইল আর বডিকন পোশাক পরে মঞ্চ কাঁপাতে দেখা গেল তাঁকে। কিন্তু তাঁকে দেখে মন খারাপ ভক্তদের। অনুষ্ঠানের যে সব ভিডিয়ো ভাইরাল হয়েছে সেই সব ভিডিয়োতেই এসেছেন মনখারাপের কমেন্ট। নেপথ্যে কোন কারণ? এই মুহূর্তে আমিশার বয়স প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই। জৌলুস হারিয়েছেন অনেকটাই। ‘কহো না প্যায়ার হ্যায়’-এর সেই সোনিয়া চোপড়াকে মিস করে অনেকে লিখেছেন, “আমাদের ছোটবেলা হারিয়ে গিয়েছে। সময় যে এগিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি বেশ”। অনেকে আবার অভিযোগ এনেছেন প্লাস্টিক সার্জারির। তাঁদের মতে, ছুরি-কাঁচি চালিয়ে নিজেকে ‘সুন্দর’ করার মরিয়া প্রচেষ্টা করেছেন আমিশা। যদিও সমালোচক-অনুরাগী নির্বিশেষে সবাই মেনে নিয়েছেন একটি কথা– তা হল আমিশার এনারজি। যে ভাবে টানা বেশ কিছু সময় ধরে মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন অভিনেত্রী তাতে অনুরাগীদের মন্তব্য, “মেজাজটাই যে আসল রাজা”। অনুষ্ঠানে আমিশা যে শুধু নিজের গানে পারফর্ম করেছেন এমনটা কিন্তু নয়। সামান্থা রুথ প্রভুর ‘ও আন্তাভা’তেও পারফর্ম করতে দেখা যায় তাঁকে। নাচের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেখুন তাঁর পারফরম্যান্স
View this post on Instagram
কিছু মাস আগেই ঝামেলায় জড়িয়েছিলেন আমিশা পটেল। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। জালিয়াতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। নায়িকার বিরুদ্ধে অভিযোগ ওঠে আড়াই কোটি টাকা ধার করেন অভিনেত্রী। তা সুদ সমেত ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পারেননি। ঋণদাতা অজয় কুমারের বয়ান অনুযায়ী আমিশা পাটেল তাঁর থেকে ২.৫ টাকা ধার করেছিলেন ছবি বানানোর নাম করে। আমিশা টাকা ফেরতের নামে একবার ২.৫ কোটির চেক ও ৫০ লাখের চেক দিয়েছিলেন, যা দুইবারই বাউন্স হয়ে যায়। এর পরেই ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
তবে নায়িকার জীবন জুড়ে যে শুধুই খারাপ খবর এমনটা ভাবার কিছুই নেই। বহু বছর পর কামব্যাক করছেন তিনি। তাঁকে দেখা যাবে ‘গদর ২’ ছবিতে। ওই ছবিতে থাকবেন সানি দেওলও। আরও একবার পর্দায় ফুটে উঠবে তাঁদের রোম্যান্স।