ICC ODI World Cup 2023: ‘কিছু খাবার আছে?’, মহারণের আগে আহমেদাবাদ পৌঁছে এ কী বললেন অরিজিৎ!

ICC ODI World Cup 2023: আর মাত্র কিচ্ছুক্ষণ। মহারণের জন্য প্রস্তুত ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে সামিল হতে হাজির সমর্থকরাও। এ যাবৎ কোনও ম্যাচে হাজির না থাকলেও এই ম্যাচ মিস করতে রাজি নন অনুষ্কা শর্মা। হাজির তিনিও। এরই মধ্যে সকাল হতেই আহমেদাবাদে পৌঁছে গেলেন অরিজিৎ সিংও। সাড়ে ১২টা থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর পারফর্ম করার কথা রয়েছে।

ICC ODI World Cup 2023: 'কিছু খাবার আছে?', মহারণের আগে আহমেদাবাদ পৌঁছে এ কী বললেন অরিজিৎ!
মহারণের আগে আহমেদাবাদ পৌঁছে এ কী বললেন অরিজিৎ!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 1:02 PM

আর মাত্র কিচ্ছুক্ষণ। মহারণের জন্য প্রস্তুত ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচে সামিল হতে হাজির সমর্থকরাও। এ যাবৎ কোনও ম্যাচে হাজির না থাকলেও এই ম্যাচ মিস করতে রাজি নন অনুষ্কা শর্মা। হাজির তিনিও। এরই মধ্যে সকাল হতেই আহমেদাবাদে পৌঁছে গেলেন অরিজিৎ সিংও। সাড়ে ১২টা থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁর পারফর্ম করার কথা রয়েছে। গায়ক বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে ধরে মিডিয়া ও পাপারাৎজি। টেনশন হচ্ছে কিনা, উত্তেজনা কতটা, এ সব নিয়ে প্রশ্ন করতেই অরিজিৎ যা উত্তর দিলেন, তা শুনলে হাসি কিছুতেই চেপে রাখতে পারবেন না আপনি।

সারি সারি বুম তাঁর দিকে এগিয়ে আসতেই অরিজিৎ বলেন, “কী নিয়ে বাইট দেব?” পাপারাৎজি পাল্টা বলেন, ‘টিম ইন্ডিয়া’ নিয়ে, আজকে কে জিতবে তা নিয়ে? অথবা তাঁর পারফর্মম্যান্স নিয়ে কিছু বলতে? একগাল হেসে অরিজিৎ কী বললেন জানেন, “আপনাদের কাছে কিছু খাবার আছে?” ওদিকে পাপারাৎজিও ছাড়ার পাত্র নয়। পাল্টা তাঁরা বলেন, “গুজরাটে তো অনেক খাবার পাওয়া যায়, আপনি পারফর্মম্যান্স নিয়ে বলুন।” অরিজিৎও কী কম জান? হাসতে হাসতেই অরিজিৎ বলেন, “হ্যাঁ বলব, খেয়ে নিই, তারপর বলব আপনাদের”।

পাওয়ারপ্যাকড এই ম্যাচ নিয়ে সবার মনে যেমন উন্মাদনা তুঙ্গে, এরই পাশাপাশি প্রায় নয় বছর পর একমঞ্চে পারফর্ম করতে চলেছেন অরিজিৎ সিং ও সলমন খানও। তাঁদের দু’জনের মধ্যে যে ঝামেলা হয়েছিল একথা কারও অজানা নয়। তবে এই ম্যাচেই মিটতে চলেছে সেই বিবাদ। এক মঞ্চে বহুদিন পর একসঙ্গে পারফর্ম করতে চলেছেন দু’জনে।