Bangladeshi-Actress-Bandhan: বাংলাদেশের অভিনেত্রী বাঁধন বলিভডে ডেবিউ ছবিতে টাব্বুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করলেন

Bangladeshi-Actress-Bandhan: বাঁধন অভিনীত এই সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশী চলচ্চিত্র।

Bangladeshi-Actress-Bandhan: বাংলাদেশের অভিনেত্রী বাঁধন বলিভডে ডেবিউ ছবিতে টাব্বুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করলেন
বাংলাদেশের অভিনেত্রী বাঁধন তাঁর প্রথম বলিউড ছবিতে টাব্বুর সঙ্গে কাজ করে কী জানিয়েছেন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2022 | 6:19 PM

আজমেরী হক বাঁধন। কে তিনি? বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। আবদুল্লাহ মোহাম্মদ সাদের-এর পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’-এর পর থেকেই তাঁর খ্যাতি। বাঁধন অভিনীত এই সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশী চলচ্চিত্র। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ছবিতে রহস্যময় মুসকান জুবেরির চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয়ও সকলের কাছে প্রশংসিত হয়েছিল। শুধু বাংলাদেশেই নয়, কলকাতায়ও বাঁধন একটি ঘরোয়া নাম। এবার বাঁধন বাংলা ছেড়ে (এপার-ওপার) পাড়ি দিয়েছেন বলিউডে। তাঁকে শীঘ্রই পরিচালক বিশাল ভরদ্বাজের থ্রিলার ছবি ‘খুফিয়া’-তে দেখা যাবে ডেবিউ করতে। আর প্রথম হিন্দি ছবিতেই তিনি সুযোগ পেয়েছেন টাব্বুর সঙ্গে কাজ করার। ছবি আরও রয়েছেন আলি ফজল। যিনি এখন ব্যস্ত বান্ধবী রিচা চাড্ডাকে বিয়ে করতে।

বাঁধন ইতিমধ্যেই ছবিতে তাঁর শুটিংয়ের অংশটি সেরে ফেলেছেন। এবং তিনি মনে করেন যে টাব্বুর মতো অভিনত্রীর সঙ্গে স্ক্রিন ভাগ করার সুযোগ পাওয়াটা একটি আশীর্বাদ। তিনি আরও প্রকাশ করেছেন যে তিনি টাব্বুর সঙ্গে একটি বিশেষ বন্ধন তৈরি হয়েছে তাঁর এবং টাব্বু একজন দুর্দান্ত ব্যক্তি বলেও অভিহিত করেছেন।

বাংলাদেশী অভিনেত্রী আরও শেয়ার করেছেন যে তিনি বিশাল ভরদ্বাজের কাছ থেকেও অনেক কিছু শিখেছেন এবং শুটিংয়ের অভিজ্ঞতাকে একটি ‘জ্ঞান যাত্রা’ বলে উল্লেখ করেছেন। বিশাল এবং টাব্বুর সঙ্গে মিশে বাঁধন উপলব্ধি করেছেন যে সবচেয়ে সফল ব্যক্তিরা সাধারণত নম্র হন। আজমেরী হক বাঁধনের মতে, টাব্বু নম্র, ডাউন টু আর্থ এবং বন্ধুত্বপূর্ণ। তিনি স্বীকার করেছেন যে তাঁর সঙ্গে প্রথম দৃশ্যের শুটিংয়ের সময় তিনি আক্ষরিক অর্থে ভয়ে কাঁপছিলেন। বাঁধনের নার্ভাসনেস দেখে টাব্বু তাঁকে কাছে ডেকে শান্ত করে সামলেছিলেন।টাব্বু ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে বাঁধনের অভিনয় দেখেছেন এবং তাঁর ব্যাপক প্রশংসাও করেছেন। অভিনেত্রী টাব্বু এবং বিশালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী যাতে তাঁরা আবার দেখা করতে পারেন এবং তিনি তাঁদের তাঁর সুন্দর দেশ দেখাতে পারেন।