AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pori Moni-Shariful Razz: আর এক হওয়া হল না, দীর্ঘ বিবাদ মাঝে শারিফুলকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরালেন পরীমনি

Gossip: কয়েকদিন ধরেই যদিও শোনা গিয়েছিল উল্টো খবর। তাঁরা একে অন্যের সঙ্গে নাকি আবারও থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা গিয়েছিল সব বিবাদ মিটিয়ে তাঁরা আবারও নাকি ঘর বাঁধবেন। তবে সবটাই যে ভিত্তিহীন, তা প্রমাণ হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। এই অভিমানের বরফ আর গলার নয়।

Pori Moni-Shariful Razz: আর এক হওয়া হল না, দীর্ঘ বিবাদ মাঝে শারিফুলকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরালেন পরীমনি
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 2:34 PM
Share

রাজীব খান

অবশেষে একাই পথ চলার সিদ্বান্ত নিলেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। সেই তালিকায় আবারও উঠে এলেন বরাবরের মতোই আলোচিত পরীমনি। হঠাৎ করেই বিয়ে করেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা শারিফুল রাজকে। এবার সেই অভিনেতা শারিফুল রাজের সঙ্গেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন ঢালিউড তারকা অর্থাৎ ঢাকা সিনেপাড়ার মিষ্টি মেয়ে পরীমনি। এই চিত্রনায়িকা খুবই গোপনে অভিনেতা শরিফুল রাজকে ১৮ সেপ্টেম্বর বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়ে দেন। গোপনে হলেও তালাকের সেই কপি ইতিমধ্যেই উঠে এসেছে সাংবাদিকদের হাতে।

কয়েকদিন ধরেই যদিও শোনা গিয়েছিল উল্টো খবর। তাঁরা একে অন্যের সঙ্গে নাকি আবারও থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা গিয়েছিল সব বিবাদ মিটিয়ে তাঁরা আবারও নাকি ঘর বাঁধবেন। তবে সবটাই যে ভিত্তিহীন, তা প্রমাণ হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। এই অভিমানের বরফ আর গলার নয়। ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি মাসে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শারিফুল রাজ-পরীমণির বিয়ে সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন ছবি নির্মাতা, গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের কিছু স্বজন।

ঠিক তখনই মামলা কারাগারে যাওয়াসহ নানা বিষয় নিয়ে পরীমনির জীবনে চলছিল নানা আলোচনা। সেই অবস্থায় এই বিয়ে আলোচনায় নতুন করে ঘি ঢালে। এরপর তাঁদের কোল আলো করে আসে সন্তান। তারপর থেকেই চলছিল সংসার ভাঙ্গা গড়ার খেলা। সেই খেলা অবশেষে শেষ করলেন পরীমনি নিজেই। রাজকে দিলেন তালাক। যদিও এখনও রাজের কোনও বক্তব্য পাওয়া যায়নি এই তালাক নিয়ে। রাজ নিজেও বাংলা চলচিত্রের একজন জনপ্রিয় নায়ক।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল, বিশ্ব সুন্দরীসহ অনেক জনপ্রিয় ছবি।