গোপিকা গোস্বামী। টলিউডের একজন সুপরিচিত প্লেব্যাক গায়িকা। বর্তমানে মুম্বইয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টায় আছেন। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গোপিকা। স্বামী সুমিত একজন আইটি প্রফেশনাল। গোপিকা গোস্বামী বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই গান গেয়েছেন। বাংলা ছবি ‘জামাই ৪২০’-এ প্লেব্যাক শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। এরপর ‘সাথিয়া’, ‘ঢাক বাজা রে’, ‘তুঝ মে সুকুন’ সহ আরও অনেক হিন্দি ও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে মুম্বইয়ে স্থায়ীভাবে বসবাস করলেও বিয়ের জন্য কলকাতায় এসেছেন।
গোপিকার স্বামী সুমিত তাঁদের পারিবারিক বন্ধু। অনেকদিনই তাঁদের সম্পর্ক। বিয়ে নিয়ে গোপিকা বেশ খুশি। তিনি বলেছেন, “একটু তাড়াতাড়িই বিয়েটা করে ফেললাম। দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই দেরি করেই বিয়ে করেন। কিন্তু আমি জানি তাড়াতাড়ি বিয়ে করছি বলে আমার কাজে তার একেবারেই প্রভাব পড়বে না।”
কয়েকদিনের মধ্যেই মুম্বই ফিরে যাবেন গোপিকা। আগামী বেশ কয়েকটি ছবি ও মিউজ়িক অ্যালবামের গান মুক্তির অপেক্ষায় আছে তাঁর।
২০২০ সালের ৩ নভেম্বর গোপিকার পুজোর গান ‘ঢাক বাজা রে’ দারুণ সাড়া ফেলেছিল পুজোর সময়। কেবল বাংলায় নয়, সারা দেশ ও সারা বিশ্বের বাঙালি গানটির তালে তাল মিলিয়েছিল। গোপিকার গাওয়া ভাইরাল গানটির কথা ছিল রিভোর। অ্যারেঞ্জমেন্ট করেছিলেন কেডি। পম্পি ঘোষ অধিকারী করেছিলেন গানের কোরিওগ্রাফির দায়িত্বে।
আপাতত বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন গোপিকা। নতুন জীবন ও কর্মজীবনকে সমান তালে চালানোর অঙ্গীকারে ব্রত হয়েছেন গায়িকা। তাঁর স্থির বিশ্বাস দুটি দায়িত্বই পালন করতে পারবেন তিনি।
আরও পড়ুন: Amitabh Bachchan: ‘বিজয়’ নামে বিজয়ী অমিতাভ, ২০টির ও বেশি ছবিতে অভিনয় ওই নামেই
আরও পড়ুন: Kangana-Poonam: পুনম পাণ্ডেকে হাজতবাস করালেন কঙ্গনা, কোন অপরাধে?