Daler Mehndi: মেটাভার্সে জমি কিনলেন দালের মেহেন্দি, নাম রাখলেন ‘বল্লে বল্লে ল্যান্ড’

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 26, 2022 | 9:27 PM

Metaverse Property: মেটাভার্সে জায়গা কিনলেন সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। সেই প্রপার্টিতে কী কী হতে চলেছে, জেনে নিন।

Daler Mehndi: মেটাভার্সে জমি কিনলেন দালের মেহেন্দি, নাম রাখলেন বল্লে বল্লে ল্যান্ড
প্রথম ভারতীয় হিসেবে মেটাভার্সে জমি কিনলেন দালের!

Follow Us

ক্লাসিকাল থেকে পেপ্পি নাম্বার, আঞ্চলিক থেকে বলিউড, পঞ্জাবের গায়কদের মধ্যে দেশে ব্যাপক জনপ্রিয় হয়েছিল দালের মেহেন্দি (Daler Mehndi)। তিনিই ভারতের প্রথম গায়ক, যিনি মেটাভার্সে (Metaverse) সঙ্গীতানুষ্ঠান করেছিলেন। ২৬ জানুয়ারি, ২০২২, প্রজাতন্ত্র দিবসের দিন আয়োজিত হয়েছিল দালের মেহেন্দির সেই মেটাভার্স অনুষ্ঠান। এহেন গায়ক এবার মেটাভার্সে জায়গাও কিনে ফেললেন। দেশেরই মেটাভার্স প্ল্যাটফর্ম পার্টিনাইটে রিয়েল এস্টেট প্রপার্টি কিনলেন দালের মেহেন্দি। আর সেই জায়গার নাম দিলেন ‘বল্লে বল্লে ল্যান্ড’ (Balle Balle Land)।


পার্টিনাইট হল একটি মেড ইন ইন্ডিয়া মেটাভার্স প্ল্যাটফর্ম, যেখানে ইউজাররা নিজেদের কাস্টমাইজ়েবল অবতার তৈরি করতে পারেন। পাশাপাশি সেখানে এনএফটি ক্রয় বা বিক্রয়, নাচ, মিউজ়িক শোনা, হ্যাং আউট করা থেকে বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে পার্টিও অ্যারেঞ্জ করা যায়। এই মেটাভার্স একটি ইন্টারকানেক্টেড ভার্চুয়াল থ্রিডি ইউনিভার্স, যা প্রথমে কেবল মাত্র একটি সাই-ফাই কনসেপ্ট হিসেবেই সীমাবদ্ধ ছিল। সেকেন্ড লাইফের মতো পণ্য প্রয়োগের আগে মেটাভার্স সম্পর্কে এমনই ধারণা বহুল প্রচলিত ছিল।

দালের মেহেন্দির ওই মেটাভার্স প্রপার্টি অর্থাৎ বল্লে বল্লে ল্যান্ডে থাকছে একটি পেইন্টবল এরিনা এবং শিল্পীর নিজস্ব স্টোর। ভক্তরা সেখান থেকে মার্চেন্ডাইজ় ক্রয় করতে পারবেন এনএফটি হিসেবে। দালের মেহেন্দি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বল্লে বল্লে ল্যান্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে শিল্পীর একটি সোনালি রঙের মূর্তি। বল্লে বল্লে ল্যান্ড দেখতে খুবই সুন্দর! চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ওই জায়গায় রয়েছে পুলও, রয়েছে একাধিক গাছপালাও। প্রবেশপথও চমৎকার করা হয়েছে। আর সেই প্রবেশপথ যেখানে শেষ হচ্ছে, সেখানেই থাকছে একটি গেট আর তার উপরেই দালের মেহেন্দির মূর্তি।

ইনস্টাগ্রামে ওই ভিডিয়ো শেয়ার করে দালের মেহেন্দি লিখলেন, “দালের মেহেন্দির বল্লে বল্লে ল্যান্ডে আপনি পেয়ে যাবেন দ্য দালের মেহেন্দি স্টোর। পার্টিনাইট, ভারতের নিজস্ব মেটাভার্স নিয়ে আসতে চলেছে দালের মেহেন্দির বল্লে বল্লে ল্যান্ড। লার্জার দ্যান লাইফ দালের মেহেন্দি অবতারই সেই বল্লে বল্লে ল্যান্ডের প্রতিষ্ঠা করবেন। একটি বিশেষ পেইন্টবল এরিনা প্ল্যান করা হয়েছে। শীঘ্রই এখানে দালের মেহেন্দি স্টোরও খুলে যাবে। ইভেন্টের সময়ই বল্লে বল্লে ল্যান্ড পাসপোর্ট ড্রপ করা হবে। ভবিষ্যতে ইভেন্ট থেকে শুরু করে মিউজ়িক কনসার্ট – সব কিছুই এই ল্যান্ডে আয়োজিত হবে।”

দিন কয়েক আগেই হোলির সময় ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমেই দালের মেহেন্দি জানিয়েছিলেন যে, তিনিই প্রথম ভারতীয় যিনি মেটাভার্সে পারফর্ম করেছেন।

আরও পড়ুন: ইমনকে দেখার জন্য অভিনব কায়দা, দুই তরুণীর কাণ্ড ভাইরাল হতেই মিমের বন্যা

আরও পড়ুন: ‘আরআরআর’-এর রিলিজ় ছাড়ল না মৃত অভিনেতাকেও… নিন্দার ঝড় বইছে!

আরও পড়ুন: সিনেমার পর্দা নাকি যুদ্ধক্ষেত্র? ‘আরআরআর’ রিলিজ়ের আগে স্ক্রিন ‘বাঁচাতে’ অভিনব ভাবনা সিনেমাহলের

Next Article