Sonu Sood: সিম কার্ডে সোনুর ছবি আঁকলেন ভক্ত! ‘বড় উপহার’ ঘোষণা অভিনেতার

মাস খানেক আগে সোনু সুদের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ ওঠে। আয়কর দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ২০ কোটি টাকারও কিছু বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

Sonu Sood: সিম কার্ডে সোনুর ছবি আঁকলেন ভক্ত! 'বড় উপহার' ঘোষণা অভিনেতার
সোনু সুদ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 10:08 PM

সোনু সুদ। তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনার নজির বারংবার চোখে পড়েছে। তাঁর নামে তৈরি হয়েছেন মন্দির। সেখানে দু’বেলা ভগবান হিসেবে পূজিত হন তিনি। তাঁকে ভালবেসে মাংসের দোকানের নামও ‘সোনু’ রেখেছে দোকানি। সোনুর প্রতি ভালবাসা প্রকাশে পোস্টারে দুধও ঢেলেছেন ভক্তরা। কারও কাছে তিনি ‘বিপদের বন্ধু’ আবার কারও কাছে সাক্ষাৎ ‘দেবতা’। তাঁকে একবার চোখের দেখা দেখতে সুদূর হায়দরাবাদ থেকে মুম্বই পায়ে হেঁটে এসেছেন জনৈক যুবক।

এ বার এক সিম কার্ডের উপর সোনু সুদের ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন এক যুবক। ছোট্ট এক সিমকার্ড আর তাতেই ছবি এঁকে ফেললেন অভিনেতার। এই উপহার চোখ এড়ায়নি সোনুরও। সিমকার্ডে ছবি এঁকেছেন। তাই খানিক মজার ছলেই সেই ব্যক্তির জন্য ‘উপহার’ ঘোষণা করেছেন সোনু। লিখেছেন, “১০ জি নেটওয়ার্ক ফ্রি।” বাস্তবে ১০ জি নেটওয়ার্ক এখনও আবিষ্কার হয়নি। কিন্তু ভক্তের এ হেন উপহার যে তাঁর কত ভাল লেগেছে তা বোঝাতেই হয়তো এমনটা লিখেছেন অভিনেতা।

মাস খানেক আগে সোনু সুদের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ ওঠে। আয়কর দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ২০ কোটি টাকারও কিছু বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিলেন সোনু। নিজের বিবৃতিতে সোনু লেখেন, “নিজের কথা সব সময় নিজেকে বলতে হয় না। সময় সব কিছু বলে দেয়। নিজের হৃদয় ও সমস্ত শক্তি দিয়ে এই দেশের মানুষের জন্য লড়ে যাব আমি। সেই শপথই নিয়েছি। আমার ফাউন্ডেশনের প্রত্যেকটি টাকা দুর্গত মানুষের সাহায্যের কাজে ব্যয় করা হয়। অসহায় মানুষের প্রাণ বাঁচানো হয় সেই অর্থে। যে সব ব্র্যান্ডের হয়ে আমি কাজ করি, তাদেরও বলেছি আমার পারিশ্রমিকের টাকা যেন অসহায় মানুষের সাহায্যের স্বার্থে ব্যয় করে তারা। বিগত কয়েকদিন অতিথির সঙ্গে ব্যস্ত ছিলাম, তাই অনুপস্থিত ছিলাম। এখন আবার ফিরেছি আমি। মানবিকতার স্বার্থে ফের কাজ করতে আমি তৈরি। আমার যাত্রা চলতে থাকবে।”

অন্যদিকে আয়কর দফতর সূত্রে জানানো হয়, ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের এনজিও-র জন্য দুই কোটির কিছু বেশি টাকা তুলেছিলেন সোনু। যা কোনও ভাবেই আইন সঙ্গত নয়। আয়কর দফতরে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, অভিনেতা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান করে কর ফাঁকি দেওয়ার অপরাধমূলক প্রমাণ পাওয়া গিয়েছে। সোনুর হিসাব বহির্ভূত আয় রয়েছে। ২০টি ভুয়ো এন্ট্রির সন্ধান পাওয়া গিয়েছে। কর ফাঁকি দেওয়ার জন্য ভুয়ো ঋণ নিয়েছিলেন সোনু। কোনও কোনও ব্যক্তি সোনুকে ক্যাশ টাকার বদলে চেকে টাকা দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন। এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে যা তথ্য প্রমাণ এসেছে তাতে সোনু ২০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। গত বছর করোনার প্রথম ঢেউয়ের দাপট থেকেই সাধারণ মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছিলেন সোনু। ২০২০-র জুলাইয়ে তিনি নিজস্ব এনজিও সুদ চ্যারিটি ফাউন্ডেশন তৈরি করেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত নাকি ১৮ কোটি টাকা অনুদান তাঁরা জোগাড় করেছিলেন। এর মধ্যে ১ কোটি নয় লক্ষ টাকা ত্রাণের কাজে ব্যবহার হয়েছে। বাকি ১৭ কোটি টাকা নন প্রফিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে রয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেন অভিনেতা।

করোনার প্রথম লকডাউন থেকেই সোনুকে অন্যরকমভাবে চিনেছে দেশ। দেখেছে ‘পর্দার ভিলেন’-এর পরোপকারী মনোভাব। অসংখ্য পরিযায়ী শ্রমিককে নিজ উদ্যোগে, নিজ খরচে বাড়ি পৌঁছে দিয়েছিলেন সোনু। সে সময় গাড়ি-ট্রেন-বাস কিছুই চলছিল না। শ্রমিকদের হাতে কাজ ছিল না। বাড়ি ফিরে যেতে চাইছিলেন তাঁরা। সেই অসহায় পরিস্থিতিতে ‘মসিহা’ হয়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন পর্দার এই ‘খলনায়ক’। রাতারাতি হয়ে উঠেছিলেন বাস্তব জীবনের নায়ক। তাঁর বিরুদ্ধে এ হেন অভিযোগে কার্যত হতবাক হয়েছিলেন অনুরাগীরা। যদিও সোশ্যাল মিডিয়ায় ওই বিবৃতি দেওয়া ছাড়া প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করেননি সোনু সুদ।