Mithun Chakraborty: গীতশ্রীকে নিয়ে মিঠুনের সেই ভবিষ্যদ্বাণী সত্যি! আবেগে ভাসলেন নায়িকা
Mithun Chakraborty: এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গীতশ্রী। তবে কাজের থেকেও তাঁর প্রেমজীবন নিয়ে চর্চা বেশি।
‘ইয়াদ আ রহা হ্যায় প্যায়ার’— বহুদিন পর মিঠুন চক্রবর্তীর সান্নিধ্য পেয়ে আপাতত এমনটাই মনে হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা গীতশ্রী রায়ের। রিয়ালিটি শো’র মঞ্চে মহাগুরুর সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আট বছর পর যদিও আবার দেখা ওঁর সঙ্গে, কিন্তু এখনও ওই একই রকম ইতিবাচকতা, একই রকম উষ্ণতা, একই রকম ভালবাসা রয়ে গিয়েছে। তিনি আগে ও এখন… সব সময়ই আমার কাছে সুপারস্টার হয়েই থাকবেন। আর সব কিছুর উপরে তিনি একজন ভাল মানুষও।”
গীতশ্রী যোগ করেন, “উনিই আমাকে বলেছিলেন, একদিন আমি নায়িকা হব। আজ যখন আমি ওঁকে সেই কথা মনে করিয়ে দিই উনি বলেন, ‘এই সব ক্ষেত্রে আমার কথা সব সময় সত্যি হয়’। মিঠুনের বলা কথা মিলে যেতেই আবেগঘন গীতশ্রী। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা-ভালবাসা উজাড় করে দিয়েছেন তিনি।
এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গীতশ্রী। তবে কাজের থেকেও তাঁর প্রেমজীবন নিয়ে চর্চা বেশি। ফুটবলার প্রবীর দাসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারও অজানা নয়। বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন প্রবীর। তবে প্রেমের গাড়ি থেমে নেই। কিছু দিন আগেই গীতশ্রীর সঙ্গে এক মিষ্টি ভিডিয়ো শেয়ারকর প্রবীর লেখেন, “শুধু আমরা, শুধুই আমরা। আমার ভালবাসার সঙ্গে।” তবে প্রবীর দাসের সঙ্গে গীতশ্রী সম্পর্কে জড়াতেই এর আগে এসেছিল কটাক্ষ। প্রবীর আগেও বিবাহিত ছিলেন। তাঁর বিরুদ্ধে রয়েছে বধু নির্যাতনের মামলাও। সে নিয়ে এসেছিল কটাক্ষ। তবে সে দিকে তোয়াক্কা না করে, তাঁরা আছেন নিজেদের মতো, বাঁচেন ভালবাসায়। দিন কাটান নিজেদের শর্তে।
View this post on Instagram