প্রতিভার প্রথম অ্যালবামে সঙ্গী গুলজার, জাকির হুসেন এবং দীপক পন্ডিত

আনুষ্ঠানিক ভাবে শুক্রবার বিকেলে মুম্বইতে এই অ্যালবামের উদ্বোধন। সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান, শান, পাপন, শিল্পা রাওয়ের মতো সঙ্গীত জগতের বহু ব্যক্তিত্ব প্রতিভাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন।

প্রতিভার প্রথম অ্যালবামে সঙ্গী গুলজার, জাকির হুসেন এবং দীপক পন্ডিত
গুলজার এবং দীপকের সঙ্গে প্রতিভা।
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 4:31 PM

‘হামটি শর্মা কি দুলহানিয়া’ অথবা ‘বলিউড ডায়েরিজ’-এর মতো ছবিতে তাঁর গান (singer) শুনেছেন দর্শক। এবার নিজের প্রথম মিউজিক অ্যালবাম ‘বোলে নয়না, সাইলেন্সেস স্পিক’ প্রকাশ করতে চলেছেন। তিনি অর্থাৎ বলিউড গায়িকা প্রতিভা সিং বাঘেল। প্রতিভার নতুন অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন গুলজার, জাকির হুসেন, দীপক পন্ডিতের মতো সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তিরা।

‘সুফিস্কোর’-এর প্রযোজনায় এই অ্যালবামে কিংবদন্তি এবং নতুন প্রতিভার মেলবন্ধন ঘটানো হয়েছে। গুলজারের লেখা, জাকির হুসেনের তবলা এবং দীপক পন্ডিতের কম্পোজিশনে যে সুরের মুর্ছনা তৈরি হয়েছে, সেই আবহেই শোনা যাবে প্রতিভার গান।

আরও পড়ুন, মেয়ের নামকরণ করেছিলাম ‘শাহিদা নীরা’… তাহলে তো ভয় পেয়ে ওর নাম পাল্টে দেওয়া উচিত ছিল: সুদীপ্তা চক্রবর্তী

এই অ্যালবামের প্রসঙ্গে দীপক বলেন, “আমি অন্তত ২০০টি অ্যালবামে কম্পোজ করেছি। তার মধ্যে ছবির গান যেমন রয়েছে, ছবির বাইরের গানও রয়েছে। কিন্তু এই প্রজেক্টটা একেবারে আলাদা। আমি হৃদয় দিয়ে কাজ করেছি। আশা করছি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। ছয়টি গান রয়েছে। প্রত্যেকটিতেই ঠুমরি, কাজরির মতো শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া রয়েছে। গুলজার সাহেব, জাকির সাহেবের সঙ্গে কাজ করা তো বড় পাওনা।”

zakir

জাকির সাহেবের সঙ্গে প্রতিভা।

প্রতিভার কাছে এই অ্যালবাম নিঃসন্দেহে বড় পাওনা। তাঁর কথায়, “আমি প্রথম অ্যালবামেই যাঁদের সঙ্গে কাজ করলাম, ঈশ্বরের কাছে এর থেকে বেশি কী আর চাইতে পারি? খুবই চ্যালেঞ্জিং ছিল কাজটা। আর ওঁরা আমাকে কাজের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।”

আনুষ্ঠানিক ভাবে শুক্রবার বিকেলে মুম্বইতে এই অ্যালবামের উদ্বোধন। সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান, শান, পাপন, শিল্পা রাওয়ের মতো সঙ্গীত জগতের বহু ব্যক্তিত্ব প্রতিভাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন, ‘নীল চুল দেখে আর ব্রিটিশ উচ্চারণ শুনে শুটিংয়ে হোটেল থেকে খাবার দেয়নি’