Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Theatre: কুখ্যাত ব্রিটিশ অফিসার চন্দন সেন, গেরিলা ঋতব্রত মুখোপাধ্যায়; উৎপল দত্তকে ফের মঞ্চে ফেরাল ‘অশোকনগর নাট্যআনন’

Delhi Chalo: কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের নাটক 'দিল্লি চলো' ফের মঞ্চে ফিরিয়ে আনছে অশোকনগর নাট্যআনন।

New Theatre: কুখ্যাত ব্রিটিশ অফিসার চন্দন সেন, গেরিলা ঋতব্রত মুখোপাধ্যায়; উৎপল দত্তকে ফের মঞ্চে ফেরাল 'অশোকনগর নাট্যআনন'
নতুন নাটক 'দিল্লি চলো'...
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 4:23 PM

১১ সেপ্টেম্বর নতুন নাটক মঞ্চস্থ হতে চলেছে অশোকনগর নাট্যআনন নাট্যদলের। নাটকের নাম ‘দিল্লি চলো’। কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তর নাটক ‘দিল্লি চলো’ ফের মঞ্চে ফিরিয়ে আনছে অশোকনগর নাট্যআনন। কারণ হিসেবে নাট্যদলের সদস্য এবং অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় TV9 বাংলাকে বলেছেন, “উৎপল দত্তের এই টেক্সটটিকেই আমরা বেছে নিয়েছি। তার কারণ, এ বছর দেশ স্বাধীনের ৭৫ বছর পূর্তি। ফলে আমরা এমন একটি কাজ করতে চেয়েছিলাম, যেটি খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে। ‘দিল্লি চলো’ নাটকটির প্রেক্ষাপট নেতাজি সুভাষ চন্দ্র বসু গঠিত আইএনএ-এর (INA) গোপন অভিযান। ৬টি গেরিলাকে সেই অভিযানে পাঠান হয়। কাজটা ছিল – গোপনে একটি ব্রিটিশ বিমান ঘাঁটি ধ্বংস করতে হবে। কিন্তু সেখানে ১৪,০০০ ব্রিটিশ সৈন্য রয়েছে। এতগুলো ব্রিটিশ সৈন্যকে পেরিয়ে কী করে আইএনএর সৈন্যরা যাবে, কীভাবে অভিযানকে সফল করে তুলবে, সেটাই নাটকের মূল উপজীব্য। এক্কেবারে থ্রিলার গোছের একটি নাটক।”

এতগুলো বছর আগে থ্রিলার ধারার নাটক নির্মাণ করেছিলেন উৎপল দত্ত। ঋতব্রত বলেছেন, “এখন সিনেমায় কিংবা ওয়েব সিরিজ়ে আমরা থ্রিলার-থ্রিলার বলে লাফাই। কিন্তু দেখুন, অতগুলো বছর আগে উৎপল দত্ত এমন একটি নাটক লিখেছিলেন, যার প্রতিটা সিনে টুইস্ট রয়েছে। ১৪,০০০ ব্রিটিশ সৈন্যর বিরুদ্ধে মাত্র ৬জন ভারতীয় সৈন্য লড়াই করেছিল।”

নাটকে একটি গেরিলার পাঠ করছেন ঋতব্রত। নাম আজিজুল হক। নাটকে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন চন্দন সেন। তিনি সেজেছেন ব্রিটিশ অফিসার, যিনি সেই বিট্রিশ বিমান ঘাঁটির দায়িত্বে। এক জাপানি জেনারেলের ভূমিকায় অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এবার প্রশ্ন কাকে দেখা যাবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর চরিত্রে? সেটাই নাটকের টুইস্ট এবং সারপ্রাইজ়ও। ১১ সেপ্টেম্বর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দুটি শো হবে নাটকের।

আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঋতব্রত, “চারিদিকে খুবই ওভার সেলিব্রেশন শুরু হয়েছে এবারের ৭৫ বছরের স্বাধীনতাকে কেন্দ্র করে। অবশ্যই সেটা পালন করার মতোই সুন্দর ঘটনা। বলা হচ্ছে, প্রত্যেক বাড়িতে তেরঙ্গা লাগান, হোয়াটসঅ্যাপের ডিপি বদলে তেরঙ্গার ছবি দিন। সত্যি বলতে কী, দেশকে ভালবাসলে তা জাহির করতে হয় না। কাজেই প্রমাণ হয়ে যায়…”