Iman Chakraborty: ‘‘ভালো মানুষ’ কই মা?’ ইমনের আবেগঘন পোস্ট মন কাড়ল সকলের
Viral Post: এক মেঘলা দিনে মায়ের স্মৃতিতে ডুব দিলেন গায়িকা। না, এই দিনটি কোনও বিশেষ দিন নয়, মায়ের জন্মদিন কিংবা মৃত্যুদিন কোনটাই ছিল না।
ইমন চক্রবর্তী, গায়িকা হিসেবে প্রথম থেকেই তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন। ছকভাঙ্গা কণ্ঠস্বরে সকলের মন জয় করতে তাঁর খুব বেশিদিন সময় লাগেনি। ফলে বাংলা ছবি থেকে রবীন্দ্র সংগীত, ইমন গান গাওয়া মানে একরাশ শ্রোতাদের মনে ভাল লাগা তৈরি হওয়া। বরাবরই ছিমছম জীবন যাপন পছন্দ ইমনের। নিজের মনের কোণে জমে থাকা আবেগগুলো মাঝেমধ্যেই তিনি প্রকাশ্যে এনে থাকেন। এমনই এক মেঘলা দিনে মায়ের স্মৃতিতে ডুব দিলেন গায়িকা। না, এই দিনটি কোনও বিশেষ দিন নয়, মায়ের জন্মদিন কিংবা মৃত্যুদিন কোনটাই ছিল না। তবুও অবসরে এক ফাঁকে মনের গোপনে গুমড়ে ওঠা আবেগ সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন তিনি।
শেয়ার করলেন মায়ের বলা এক কঠিন সত্য কথা। ছোটবেলায় কী বলতেন তাঁর মা? সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘বাবাই, বড় মানুষ আর ভালো মানুষে বিস্তর ফারাক’… তুমি বলতে মা… আমিতো শুধু ‘বড়’ মানুষই দেখি মা… ‘ভালো মানুষ’ কই ? সঙ্গে শেয়ার করলেন মায়ের সঙ্গে তুলে সাদা কালো ফ্রেমে শৈশবের এক আদুরে ছবি। যা দেখা মাত্রই দর্শক মনে জায়গা করে নিল। গায়িকার পোস্ট দেখা মাত্রই কমেন্ট বক্সে হাজির হলেন অনেকেই।
তালিকা থেকে বাদ পড়লেন না সুজয় প্রসাদ। ইমনের কথার পরিপ্রেক্ষিতে তাঁকে ভরসা জুগিয়ে তিনি আবার লিখলেন, ‘ভালো মানুষ পৃথিবীতে বিস্তর আছে নাহলে ভারসাম্যহীন হতো মেদিনী’। আবার কেউ কেউ ইমনের মায়ের মন্তব্যকে সম্মান জানিয়ে এ কঠিন সত্যি বলার জন্য তাঁকে বাহবাহ দিলেন। কেউ লিখলেন, কথাটা খুব দামী, পরিচিত কেউ আবার লিখলেন, ইমন জানি না তুমি আমায় চিনতে পারবে কি না, কিন্তু তোমার এই মুখটাই আমার ভীষণ মনে পড়ে যখনই তোমায় দেখি।
View this post on Instagram