Nachiketa Chakraborty Divorce: নচিকেতার ডিভোর্স নিয়ে মুখ খুললেন মেয়ে ধানসিঁড়ি
Nachiketa Chakraborty: TV9 Bangla যোগাযোগ করেছিলেন গায়কের মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর সঙ্গে। তিনি কী বললেন?
‘আগুনপাখি’-র নাকি বিয়ে ভাঙছে! স্ত্রী সুমিতার সঙ্গে নাকি বিচ্ছেদের পথেই হাঁটছেন তিনি– বিগত দু’দিন সোশ্যাল মিডিয়া ছয়লাপ এই খবরে। চলছে নানা জল্পনা, রটছে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কুৎসাও। এ সবের মধ্যেই TV9 Bangla যোগাযোগ করেছিলেন গায়কের মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর সঙ্গে। বাবার দেখানো পথে যিনি নিজেও এই মুহূর্তে হাঁটছেন, গান গাইছেন চুটিয়ে। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে কী বললেন ধানসিঁড়ি? বাবা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন ‘বিয়ে ভাঙা’র কথা। লিখেছেন, “যাঃ! অবশেষে ডিভোর্স হয়েই গেল!” মেয়ের কথায়, “জানি না, বাবা কেন এরকম লিখেছেন বুঝতে পারছি না।” এই মুহূর্তে খানিক অসুস্থ ধানসিঁড়ি। গলা বসে গিয়েছে তাঁর, সামনে রয়েছে শো-ও। যদিও বাবা-মায়ের সঙ্গে এক বাড়িতেই রয়েছেন তিনি। বাবার সঙ্গে এই নিয়ে তাঁর কোনও কথা হয়েছে? যোগ করলেন, “এই সময় তো বাবার ভরা সিজন। প্রচুর কাজ, তাই এই নিয়ে যে কথা বলব সেটাই হয়ে উঠছে না। আর যদি ওঁরা সিদ্ধান্ত নিয়েও থাকেন সেটা তো ওঁদের ব্যক্তিগত”। আর মা সুমিতা? তিনি কী বলছেন? ধানসিঁড়ির কথায়, “মা’কে জিজ্ঞাসা করলেই বলছে ‘নিজের কাজ কর। তোকে এই নিয়ে ভাবতে হবে না।’ আমিও তাই ওদের মধ্যে ঢুকছি না আর।” বিয়ে ভাঙছে নাকি ভেতরে রয়েছে অন্য কোনও টুইস্ট তা নিয়ে প্রশ্ন কার্যত এড়িয়েই গেলেন ধানসিঁড়ি।
তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, ডিজিটাল যুগে ‘আগুনপাখি’র নতুন গানের প্রচার ব্যতীত এ কিছুই নয়। তাঁর ও সুমিতার মধ্যে সব ঠিকই আছে। বিয়ে ভাঙছে না। আগামী ২৭ জানুয়ারী নতুন গান মুক্তি পাবে নচিকেতার। তাই এই পোস্ট প্রচারের নতুন কৌশল মাত্র। প্রচার সর্বস্ব দুনিয়ায় এই স্ট্র্যাটেজি যে ‘খাপে খাপ’ তা অবশ্য গত ২৪ ঘণ্টাতেই প্রমাণ হয়ে গিয়েছে। নেতিবাচক ও ইতিবাচক– দুই ধরনের কমেন্টেই আপাতত প্লাবিত নচিকেতার ওই পোস্টের কমেন্ট বক্স। আখেরে অবশ্য লাভ শিল্পীরই। গানের প্রচার কে না চায়?