Kailash Kher: ‘খেলো ইন্ডিয়া…’-য় চরম অব্যবস্থা! গাইতে উঠেই রুদ্রমূর্তি কৈলাস খেরের
Kailash Kher: গর্জে উঠলেন কৈলাস খের। 'খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম'-এ গিয়ে অপমানিত হতে হয়েছে তাঁকে-- এমনটাই অভিযোগ এনে রীতিমতো মঞ্চে উঠে চিৎকার করতে শুরু করেন তিনি। কী হয়েছে? ২৫ মে থেকে লখনউতে শুরু হয়েছে 'খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস'।
গর্জে উঠলেন কৈলাস খের। ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম’-এ গিয়ে অপমানিত হতে হয়েছে তাঁকে– এমনটাই অভিযোগ এনে রীতিমতো মঞ্চে উঠে চিৎকার করতে শুরু করেন তিনি। কী হয়েছে? ২৫ মে থেকে লখনউতে শুরু হয়েছে ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’। ওই অনুষ্ঠানের উদ্বোধনে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজারেও বেশি ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল কৈলাশ খেরের। সেই মতো হাজিরও ছিলেন তিনি। কিন্তু কৈলাশের অভিযোগ যা সময় দেওয়া হয়েছিল তার চেয়েও এক ঘণ্টা বেশি বসিয়ে রাখা হয় তাঁকে।
আয়োজকদের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করে তিনি বলেন, “ভদ্রতা শেখো। এক ঘণ্টা আমাকে অপেক্ষা করানোর পর ভদ্রতা নামের কোনও বস্তুও নেই। কী এই খেলো ইন্ডিয়া? খেলো ইন্ডিয়া তো তখনই যখন আমি খুশি থাকব। ঘরের লোক খুশি থাকলেই তো বাইরের লোক খুশি থাকবে। ভদ্রতা শেখো। বেশি সাহস দেখাচ্ছ?” এখানেই থামেননি তিনি চলে যাওয়ারও হুমকি দেন তিনি। সঙ্গে যোগ করেন, “আমার দম বন্ধ হয়ে আছে, তা সত্ত্বেও আমি নেচে যাচ্ছি। গাইছি। সেই দিকটাও তো একটু দেখা উচিৎ। অনেক কষ্ট করে এখানে এসেছি। কোনও ফিল্মি গায়ক আমি নই।আমি আমাদের দেশের জন্য বাঁচি। আমি আমার দেশের জন্য মরে যেতেও পারি।”
‘खेलो इंडिया’ की खोली पोल प्रधानमंत्री जी के स्वघोषित नवरत्न ने। ..तभी तो इतना अहंकार है।#KailashKher pic.twitter.com/VlbpZ2Lcgc
— Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) May 26, 2023
কৈলাশের আরও অভিযোগ তাঁকে গাওয়ার জন্য যে পরিমাণ সময় দেওয়া হয়েছিল তা-ও কেটে ছোট করতে বলা হয়। গায়কের এ হেন একগুচ্ছ অভিযোগের ফলে রীতিমতো রেগে গিয়েছেন তাঁর ভক্তরা। তাঁদের একটাই প্রশ্ন, “যদি সম্মান না করতে পারেন তা হলে এভাবে ডেকে অপমানই বা কেন?” আয়োজকদের তরফে যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কেন এমনটা হল? তা পরিস্কার হবে তাঁদের ব্যাখ্যা সামনে এলেই।