Kangna Kanaut: ‘বাইডেন কি এই কাজ পারবেন?’ মোদীকে কটাক্ষ করতেই সরব কঙ্গনা
Controversy: অনেকেরই দাবি এটি জি-টোয়েন্টি সামিটের ভিডিয়ো। তবে এটা সত্যি নয়, কারণ খতিয়ে দেখা গিয়েছে এই ভিডিয়ো নরেন্দ্র মোদীর জুন মাসে আমেরিকা সফরের। সেখানে নৈশভোজে জো বাইডেন নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করেছিলেন। এবং সেখানে মোদীকে পানির গ্লাস ধরার পাঠ পড়ালেন জো বাইডন।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রোল? সহ্য করতে পারলেন না বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। দেশের হয়ে সরকারের হয়ে একাধিকবার তাঁকে মুখ খুলতে দেখা গিয়েছে। তবে এবার কঙ্গনা রানাওয়াত ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে যা বললেন তা পলকে সকলে নজর কাড়ল। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডন-এর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনেকেরই দাবি এটি জি-টোয়েন্টি সামিটের ভিডিয়ো। তবে এটা সত্যি নয়, কারণ খতিয়ে দেখা গিয়েছে এই ভিডিয়ো নরেন্দ্র মোদীর জুন মাসে আমেরিকা সফরের। সেখানে নৈশভোজে জো বাইডেন নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করেছিলেন। এবং সেখানে মোদীকে পানির গ্লাস ধরার পাঠ পড়ালেন জো বাইডন। তিনি বলেছিলেন, ‘আপনার পাত্রে যদি কোনও অ্যালকোহল বা পানীয় না থাকে তাহলে বাঁ হাত দিয়ে তা টোস্ট করা উচিত।’ যা শোনা মাত্রই হাসতে থাকেন নরেন্দ্র মোদী। সেটা দেখে বাইডেন পুনরায় তাঁকে বললেন, ‘আপনি ভাবছেন আমি মজা করছি, একেবারেই নয়।’
এই ভিডিয়ো ভাইরাল হতেই নানা জনের নানা মত। সোশ্যাল মিডিয়া শুরু হয়ে যায় চরম ট্রোল ঝড়। এরপরই সোশ্যাল মিডিয়ার সরব হন কঙ্কনা রানাওয়াত, স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এটা কেমন কলি? এ তো মানুষের মাথায় উঠে এই কলিযুগ নাচ করছে। যে ব্যক্তি পশু মেরে মাংস পর্যন্ত খান না, যিনি কখনও ধূমপান করেন না, মদ্য পান করেন না, এমন একজন মানুষকে ছোট করার চেষ্টা! কারণ তিনি নাকি মদের গ্লাস ধরতে জানেন না!’ তিনি তাঁর পোস্টে এদিন আরও লেখেন, ‘অ্যালকোহল ডাক্তারি মতে, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে যে, এটা মানবদেহের কেবল ক্ষতি করে। জো বাইডেন কি মাটিতে বসে খেতে পারবেন? তাহলে প্রধানমন্ত্রী কেন সে সব বিষয় নিয়ে ভাববেন, যাতে তাঁর কোনও আগ্রহই নেই। যেটা তাঁর লেভেলই নয়।’
Ever wondered why in most of Modi’s pics with foreign leaders, Modi is laughing hysterically?
This video explains the ‘why’ :
Biden, while toasting, asked to raise the left hand instead of the right if there’s no alcohol in the glass. ( It’s actually a norm- An unwritten rule… pic.twitter.com/aC7MdgbIl5
— Nimo Tai (@Cryptic_Miind) September 11, 2023