Kangana Ranaut: ২৪-এর নির্বাচনের বিজেপির প্রার্থী হচ্ছেন কঙ্গনা? নায়িকার উত্তরে শুরু জল্পনা
Kangana Ranaut: সম্প্রতি দ্বারকায় পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা। তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা, নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা, তা নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় তাঁকে।
বহুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিতে দেখা গিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। শুধু কি তাই? কেন্দ্রীয় সরকারের প্রশংসায় বারেবারেই মুখর হতে দেখা গিয়েছে তাঁকে। রাজনীতিতে তাঁর সক্রিয় যোগদানের জল্পনা চলছিল বহুদিন ধরেই। অবশেষে সেই জল্পনাই কি সত্যি হতে চলেছে? ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন কঙ্গনা? অভিনেত্রীর উত্তরেই শুরু হল জল্পনা। সম্প্রতি দ্বারকায় পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা। তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা, নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা, তা নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় তাঁকে। তিনি উত্তরে বলেন, “ভগবান কৃষ্ণের যদি আশীর্বাদ থাকে, তবে নিশ্চয়ই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব।”
সরাসরি হ্যাঁ না বললেও, না বলে উড়িয়েও দেননি তিনি। প্রসঙ্গত কিছুদিন আগেও তাঁকে ওই প্রশ্নই করা হয়েছিল, সে সময় যদিও নির্বাচনে না দাঁড়ানোর কথা বলেন কঙ্গনা। বলেন, “আমি একজন দায়িত্বশীল মানুষ। অনেকেই বলেন, আমি যা করি, যা বলে থাকি তা নাকি রাজনীতিতে প্রবেশের জন্য। এই কথা কিন্তু একেবারেই সত্যি নয়। আমি দেশভক্ত। এর বাইরে আমার কোনও কিছু পাওয়ার ইচ্ছে নেই। আমি আমার জীবন নিয়ে বেজায় খুশি রয়েছি। এই জায়গায় আস্তে আমায় অনেক পরিশ্রম করতে হয়েছে। জানি না, নতুন কোনও পেশা বেছে নিয়ে তা শুরু থেকে আবার শুরু করব কিনা।”
তবে এবার তা তিনি করেননি। ফলত জোরাল হয়েছে জল্পনা। প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল কঙ্গনার ছবি ‘তেজস’ হাইবাজেট এই ছবি নিয়ে কঙ্গনার উচ্চাকাঙ্ক্ষা ছিল তুঙ্গে। কিন্তু বক্স অফিসে আসতে না আসতেই হারিয়ে গিয়েছে এই ছবি। সেই কারণেই কি এবার বিকল্প পেশার খোঁজে কঙ্গনা? প্রশ্ন কিন্তু রয়েই যায়।