AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KGF Chapter 2: চার দিনে রেকর্ড আয়, সপ্তাহান্তে বক্স অফিসে কেজিএফ ২-এর সুনামি

KGF Chapter 2: প্রথম দিনে ওই ছবি আয় করেছে ১৬৫ কোটি ৩৭ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয় ১৩৯ কোটি ২৫ লক্ষ টাকা, তৃতীয় দিনে ওই ছবির আয় ১১৫ কোটি ৮ লক্ষ টাকা ও চতুর্থ দিনে ওই ছবিটির বক্স অফিসের হিসেব বলছে...

KGF Chapter 2: চার দিনে রেকর্ড আয়, সপ্তাহান্তে বক্স অফিসে কেজিএফ ২-এর সুনামি
কেজিএফ।
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 12:57 PM
Share

দক্ষিণী ছবির আধিপত্যে কোনঠাসা বলিউড ছবি। বক্স অফিসে সুনামি এসেছে কেজিএফের। মাত্র চার দিনেই রেকর্ড আয় ছবিটির। মাঝখানে আবার ছিল শনি-রবি। মুক্তির পর থেকে এযাবৎ কত টাকা রোজগয়ার করল ওই ছবি? অ্যানালিস্ট মনোবালা বিজয়বালনের টুইট থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে ওই ছবি। মোট আয় ৫৫১ কোটি ৮৩ লক্ষ টাকা।

প্রথম দিনে ওই ছবি আয় করেছে ১৬৫ কোটি ৩৭ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয় ১৩৯ কোটি ২৫ লক্ষ টাকা, তৃতীয় দিনে ওই ছবির আয় ১১৫ কোটি ৮ লক্ষ টাকা ও চতুর্থ দিনে ওই ছবিটির বক্স অফিসের হিসেব বলছে ১৩২ কোটি ১৩ লক্ষ টাকা। প্রথম সপ্তাহে সারা বিশ্বে ওই ছবির মোট আয় ৮১ কোটি টাকা। মাত্র হাতে গোনা হিন্দি ছবিই এখন পর্যন্ত এক সপ্তাহে ওই পরিমাণ আয় করেছে বিশ্ব বাজারে। এর মধ্যে রয়েছে বাহুবলী ২, আরআরআর, পদ্মাবত ও ধুম ৩।

কন্নড় ব্লকবাস্টার কেজিফের প্রথম পর্বে সিকুয়াল এই ছবিটি। ছবির মূখ্য ভূমিকায় রয়েছে যশ। এ ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে রবিনা টণ্ডন, সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ সহ অভিনেতাদের।

দক্ষিণের এই ছবির সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবির। এই ছবিটিও দক্ষিণ ভারতের একই নামের ছবিরই রিমেক। একই দিনে দুটো ছবির মুক্তি নিয়ে মুম্বইতে সিনেমা হল পাওয়া নিয়ে শুরু হয় সমস্যা। অবশেষে এই রেষারেষির মধ্যে না গিয়ে শাহিদের ছবি ‘জার্সি’-র পরিচালক-প্রযোজক ঠিক করেন এক সপ্তাহ পিছিয়ে দেবেন ছবি মুক্তির তারিখ। জার্সি মুক্তি পাচ্ছে ২২ এপ্রিল। মুক্তি পিছিয়ে দিয়ে যে ঠিকই করেছেন পরিচালকেরা তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।