Lata Mangeshkar: জন্মদিনে প্রকাশ্যে ২৫ বছর আগে রেকর্ড করা লতার এক অপ্রকাশিত গান

কেন মুক্তি পায়নি সেই গানটি? ১৯৯৬ সালে এক ছবির জন্য লেখা হয়েছিল সেই গান। ছবিতে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যা রাইয়ের। কিন্তু সেই ছবি আর দিনের আলো দেখেনি। তাই সেই গানও আর মুক্তি পায়নি।

Lata Mangeshkar: জন্মদিনে প্রকাশ্যে ২৫ বছর আগে রেকর্ড করা লতার এক অপ্রকাশিত গান
প্রকাশ্যে ২৫ বছর আগে রেকর্ড করা লতার এক অপ্রকাশিত গান
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 9:06 PM

গানের বয়স ২৫ বছর… এতদিন সে ছিল সবার অন্তরালে। তাকে হন্নে হয়ে খুঁজেছিল সুরকার-গীতিকার। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই গানকে। যে সে গান নয়। সেই গান গেয়েছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর। সুর দিয়েছেন গুলজার। আর সুরকার বিশাল ভরদ্বাজ।

লতার ৯২ তম জন্মদিনে সেই গানই প্রকাশ পেল ইউটিউবে। গানের নাম ‘ঠিক নহি লাগতা’। নেটিজেনরা আপ্লুত। এক ঝটকায় তাঁরা যেন ফিরে গেলেন ৯০ দশকে। ফিরে গেলেন এমন এক দিনে যা খাতায় কলমে আর ফিরে আসবে না কোনওদিন।

কেন মুক্তি পায়নি সেই গানটি? ১৯৯৬ সালে এক ছবির জন্য লেখা হয়েছিল সেই গান। ছবিতে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যা রাইয়ের। কিন্তু সেই ছবি আর দিনের আলো দেখেনি। তাই সেই গানও আর মুক্তি পায়নি। সে সময় ইন্ডাস্ট্রিতে সদ্য কাজ শুরু করেছেন বিশাল। অন্যদিকে লতা মঙ্গেশকর তখন শুরু করেছেন বেছে বেছে গান গাওয়া। বিশাল স্মৃতিচারণায় জানিয়েছেন তাঁর কম্পোজিশন শুনে মনে ধরেছিল লতাজি’র। তিনি গাইতে রাজি হন। কিন্তু গান আর মুক্তি পায়নি…

বিশালের কথায়, “ওই সময় ক্যাসেটের চল ছিল। ছবিটি বাতিল হয়ে যাওয়ার পর গান মুক্তির কোনও জায়গা ছিল না। এর পর ওই গান কোথায় যেন হারিয়ে গেল। দশ-বারো বছর আগে আমি গানটির খোঁজ করতে থাকি। লতাজি’র গাওয়া গান… অনেক খুঁজেছি… পাইনি।”

তিনি জানান, দু’তিন বছর আগে এক স্টুডিয়ো থেকে তাঁকে ফোন করে বলা হয়, “আপনার নামে এক টেপ পাওয়া গেছে। যদি নেওয়ার হয় নিন। নয়তো আমরা ফেলে দেব। বিশাল জানান, ওই টেপে অনেক গান ছিল, যার মধ্যে এই গানটিও একটি। ব্যস, এরপরেই গানের কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুলজার ও লতা মঙ্গেশকরের সম্মতিতে আবারও সেই হারিয়ে যাওয়া গানকে জীবন্ত করে তুললেন তিনি। যা মুক্তি পেল আজ অর্থাৎ মঙ্গলবার, এক বিশেষ দিনে। বিশাল জানিয়েছেন, ভবিষ্যতে ছবিতেও তিনি ওই গান ব্যবহার করতে পারেন।
শুনে নিন গানটি…

 


আরও পড়ুন-Sooryavanshi: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’, কবে?

আরও পড়ুন- Kangana Ranaut: ধুলোমাখা স্কুল ড্রেস, বন্ধুর পায়ে হাওয়াই চটি… ১৯৯৮-এ ফিরে গেলেন ‘থালাইভি’