AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: সঞ্জয়ের দুর্দান্ত প্রেমকে দূরে ঠেলে ভারতের সবচেয়ে ধনীকে বিয়ে করেন এই নায়িকা!

Bolly Gossip: বলিউডের অন্দরে কত কী যে ঘটে। প্রেম ভাঙে, প্রেম গড়ে স্মৃতি, স্মৃতি হয়েই রয়ে যায় আজীবন। এমনই এক অপূর্ণ প্রেমকাহিনী রয়েছে অভিনেতা সঞ্জয় দত্তেরও। ভালবেসেছিলেন, চেয়েছিলেন সবটা দিয়ে আগলে রাখতে... কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। বরং ভারতের এক ধনী ব্যবসায়ীর গলাতেই মালা দিয়েছিলেন তাঁর সেই প্রেমিকা।

Bolly Gossip: সঞ্জয়ের দুর্দান্ত প্রেমকে দূরে ঠেলে ভারতের সবচেয়ে ধনীকে বিয়ে করেন এই নায়িকা!
সঞ্জয় দত্ত ও টিনা মুমিন।
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 5:18 PM
Share

বলিউডের অন্দরে কত কী যে ঘটে। প্রেম ভাঙে, প্রেম গড়ে স্মৃতি, স্মৃতি হয়েই রয়ে যায় আজীবন। এমনই এক অপূর্ণ প্রেমকাহিনী রয়েছে অভিনেতা সঞ্জয় দত্তেরও। ভালবেসেছিলেন, চেয়েছিলেন সবটা দিয়ে আগলে রাখতে… কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। বরং ভারতের এক ধনী ব্যবসায়ীর গলাতেই মালা দিয়েছিলেন তাঁর সেই প্রেমিকা। প্রেমিকাও কিন্তু আমআদমি নন। তিনিও ছিলেন এক সময়ের সুন্দরী অভিনেত্রী। টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সেই আখ্যানই।

অভিনেত্রী টিনা মুনিমকে মনে আছে? ৮০-র দশকে একের পর এক হিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৮১ সালে ‘রকি’ ছবির মধ্যে দিয়েই ডেবিউ হয়েছিল সঞ্জয় দত্তের। ওই ছবিতে সঞ্জয়ের বিপরীতে দেখা যায় টিনাকে। শুটিংয়ের সময় নানা অপ্রীতিকর ঘটনার মধ্যেও পড়তে হয়েছিল গোটা টিমকে। শুটিং দেখতে জমা হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। সেই ভিড়ের মধ্যে এক ব্যক্তি টিনার উদ্দেশে কিছু অশালীন মন্তব্যও করেন। কথা কানে যায় সঞ্জয় দত্তের। মারাত্মক রেগে যান তিনি। স্টারডম সরিয়ে রেখে সঞ্জয় ওই ব্যক্তির জামা ছিঁড়ে দিয়েছিলেন। টিনাকে এভাবেই আগলে রাখতেন তিনি। প্রেমের কথা দু’জনে কখনওই প্রকাশ্যে স্বীকার না করলেও ইন্ডাস্ট্রিতে এ ছিল এক ‘ওপেন সিক্রেট’।

তবে সবাইকে চমকে দিয়ে ১৯৯১ সালে অম্বানি-পুত্র অনীল অম্বানিকে বিয়ে করে নেন টিনা। আর সঞ্জয়? শোনা যায়, মদ-গাঁজার নেশায় ডুবে থাকা সঞ্জয়ের সঙ্গে প্রেম চালিয়ে নিয়ে যেতে পারেননি টিনা। তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন সঞ্জয়। বলেছিলেন, তাঁর জীবনে ঠিক কতটা প্রভাব বিস্তার করেছিলেন টিনা। সঞ্জয়ের কথায়, “আমি খুব আবেগী একজন মানুষ। আমি চাইতাম আমায় কেউ চালনা করুক। আমার মা ছিল আমার জীবনের সেই মানুষটি। মা মারা যাওয়ার পর সেই জায়গাটা টিনা করে নিয়েছিল। ওই আমার জীবনকে পরিচালনা করত। যদিও ওর কোনও প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কাজ করতে আমায় বাধা দেয়নি টিনা”।