বলিউডে কেরিয়ার তৈরি করবেন বলে ইউক্রেন থেকে মুম্বই চলে এসেছিলেন নাতালিয়া কোজ়হেনোভা। ভিন দেশে থেকে আসা অন্যান্য অভিনেত্রীদের মতো তাঁর চোখেও অনেক স্বপ্ন। কিছু ছবিতে কাজও করেছেন ইউক্রেন-কন্যা। কিন্তু আজ তিনি অত্যন্ত ভীত। ভয়ে-ভয়ে দিন কাটাচ্ছেন। দেশে যুদ্ধে লেগেছে যে! নাতালিয়ার বাবা-মা ও পরিবার সকলে সেখানেই থাকেন। তাঁদের সুরক্ষা নিয়ে সারাক্ষণই দুশ্চিন্তা করছেন বিদেশিনী। জানিয়েছেন, বাবা-মায়ের কিছু হয়ে গেলে তিনি অনাথ হয়ে যাবেন!
বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছেন নাতালিয়া। সেই তালিকায় রয়েছ ‘গন্দি বাত’, ‘অতিথি তুম কব জায়োগে?’, ‘অঞ্জুনা বিচ’। পরিবারের জন্য উদ্বেগ প্রকাশ করে নাতালিয়া বলেছেন, “আমার গোটা পরিবার – মা, সৎ বাবা, দুই ভাই, দুই ভাইপো থাকেন ইউক্রেনের রেইন শহরে। রাশিয়া আমাদের উপর আক্রমণ করেছে। নির্মমভাবে আমাদের কিছু শহর ধ্বংস করেছে। আমার দেশের অবস্থা একেবারেই ভাল না। ইউক্রেনের রাজধানী কিভে আক্রমণ করেছে রাশিয়া। আমি আমার পরিবারকে ভারতে নিয়ে আসতে চাই। কিন্তু উপায় নেই। বাস, ফ্লাইট ধরে কেউ দেশ ছেড়ে পালাতেও পারছেন না। গোটা দেশটাই যুদ্ধস্থলে পরিণত হয়েছে। পরপর বোমব্লাস্ট হচ্ছে। ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন।”
রাশিয়ার মতো শক্তিশালী দেশের সামনে ইউক্রেন খুবই ছোট। তাঁর দেশ কিছুতেই প্রতিরোধ করতে পারবে না। ইউক্রেনের মানুষজন শান্ত স্বভাবের। কারও কোনও ক্ষতি করে না। উদ্বেগ প্রকাশ করতে গিয়ে নিজের মাতৃভূমি সম্পর্কে জানিয়েছেন নাতালিয়া। বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন এটা ইউক্রেনের শেষ!”
দেশের এই পরিস্থিতি দেখে অদৃষ্টের কাছে প্রার্থনা করেছেন নাতালিয়া। কেবল ঈশ্বরই রক্ষা করবেন বলে মনে করছেন অভিনেত্রী। সম্প্রতি ‘ভানুমতি’ ছবির শুটিং শেষ করেছেন নাতালিয়া। কিন্তু দেশ ও প্রিয়জনদের দুশ্চিন্তা তাঁকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। অন্যদিকে বহু ভারতীয় ইউক্রেনে আটকে পড়েছেন। তাঁদের চিন্তায়-চিন্তায় দিন কাটাচ্ছে এদেশের বাবা-মারাও।
আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত
আরও পড়ুন: Arindam Sil-Byomkesh: ক্যামেলিয়া-এসভিএফ একসঙ্গে কাজ করছে, এটা বাংলা ছবির জন্য ভাল: অরিন্দম শীল