Grammy Award: প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে গ্র্যামির মঞ্চে নজির সৃষ্টি আরুজ আফতাবের
দিন কয়েক আগেই ৬৪ তম গ্র্যামির মনোনয়ন ঘোষিত হয়েছে। সেখানেই জানানো হয় 'মহব্বত' নামক ওই গানের জন্য বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে জায়গা করে নিয়েছেন আরুজ।

৬৪ তম গ্র্যামির মঞ্চে নজির সৃষ্টি করলেন পাকিস্তানি তরুণ গায়িকা আরুজ আফতাব। প্রথমে বারাক ওবামার প্রশংসা… সেখান থেকে প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে আরুজ পৌঁছে গেলেন গ্র্যামির শ্রেষ্ঠ নতুন শিল্পীর মনোনয়নে। সৌজন্যে তাঁর গান মহব্বত।
দিন কয়েক আগেই ৬৪ তম গ্র্যামির মনোনয়ন ঘোষিত হয়েছে। সেখানেই জানানো হয় ‘মহব্বত’ নামক ওই গানের জন্য বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে জায়গা করে নিয়েছেন আরুজ। যদিও এখনও বাকি রয়েছে প্রতিযোগিতা। সেরার শিরোপা মাথায় উঠবে কিনা তা জানা না থাকলেও এর আগে কোনও পাকিস্তানি মহিলা সঙ্গীতের ওই মহাসম্মান অ্যাওয়ার্ড শো-য়ের ওই ক্যাটাগরিতে মনোনয়ন পাননি।
তবে তিনিই যে শুধু মনোনয়ন পেয়েছেন এমনটা নয়। মনোনয়নের তালিকায় রয়েছে তাঁর গানটিও। ‘সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে জায়গা করে নিয়েছে মহব্বত। বলিউডেও গান গেয়েছেন আরুজ। পরিচালক মেঘনা গুলজারের তলওয়ার ছবির টাইটেল ট্র্যাক তাঁর গাওয়া। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ওবামাী তাঁর সামার প্লেলিস্ট ২০২১-এ অন্তর্ভুক্ত করেছিলেন আরুজের গান। বিদেশের মাটিতে তাঁর কপালে কি ছিঁড়বে শিকে? তাকিয়ে তাঁর দেশ।
আরও পড়ুন- Big Boss 15: সব কৌতূহলের অবসান, প্রকাশ্যে এলেন রাখীর স্বামী রিতেশ, রইল তাঁর ছবি





