Poonam Pandey: পুড়ে ছাই পুনম পাণ্ডের বাড়ি, কেমন আছেন তিনি? খবর দিলেন নিজেই

Viral Video: সুস্থ আছেন তিনি, কারণ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না পুনম। সোশ্যাল মিডিয়ায় এসে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন পুনম। জানালেন তাঁর পোষ্য সিজার এখন ভাল আছে।

Poonam Pandey: পুড়ে ছাই পুনম পাণ্ডের বাড়ি, কেমন আছেন তিনি? খবর দিলেন নিজেই
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 12:44 PM

হঠাৎই দুঃসংবাদ দিলেন জনপ্রিয় মডেল পুনম পান্ডে। মুম্বইয়ের এক বিলাসবহুল এপার্টমেন্টের তাঁর বাস। এবার সেখানেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। শনিবার রাতে সেখানে আগুন লেগে যায়। ফ্ল্যাটে তখন ছিল তাঁর পোষ্য আর বাড়ির পরিচারিকা। কাজের জন্য বাইরে ছিলেন সেই মুহূর্তে পুনম। এমন সময় হঠাৎই আগুন লেগে যাওয়ায় হই হই পড়ে যায় সর্বত্র। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে এপার্টমেন্ট। পুনমের ঘরের একাধিক অংশ পুড়ে ছাই। তবে সুস্থ আছেন তিনি, কারণ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না পুনম। সোশ্যাল মিডিয়ায় এসে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন পুনম। জানালেন তাঁর পোষ্য সিজার এখন ভাল আছে।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই তার পরিচারিকা দ্রুত তার পোষ্যকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। যার ফলে দুজনেই অক্ষত রয়েছে ঈশ্বরের আশীর্বাদে। এখানেই শেষ নয়, পুনম আরো জানান, ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয়েছিলেন দমকল কর্মীরা। তড়িঘড়ি আগুনও নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করেছিলেন, তবে ১৬ তলায় অবস্থিত পুনমের ফ্ল্যাট ততক্ষণে আগুনের কবলে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে বাড়ির অবস্থা ঘুরিয়ে দেখালেন তিনি। বললেন, ”ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে আমার পোষ্য আমার পরিচারিকা সুস্থ আছে। যদিও বাড়ির অধিকাংশ জায়গায় পুড়ে গিয়েছে। তবে আমাদের কারও কোনও ক্ষতি হয়নি। ভিডিয়ো প্রকাশ্যে আসা মাত্রই উদ্বেগ সৃষ্টি হয় পুনম ভক্তদের মধ্যে। পলকে সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র।” পুনমের এই পোস্ট দেখা মাত্রই তাঁর বাড়ির ক্ষয়ক্ষতির খবর জানতে চায় নেটিজেনরা। তিনি তারও উত্তর দিয়েছেন। জানালেন, তাঁর বাড়িতে অনেক কিছু পুড়ে গিয়েছে, ক্ষতিও হয়েছে, তবে সকলে সুস্থ আছে এটাই অনেক।