Patralekhaa Birthday: বিয়ের পর প্রথম জন্মদিন, বাঙালি স্ত্রীর জন্য কী লিখলেন রাজকুমার?

শুভেচ্ছা ভেসে এসেছে স্বামীর সহকর্মীদের তরফেও। রাজকুমারের সহ অভিনেতা ভূমি পেদনেকর লিখেছেন, "শুভ জন্মদিন মিষ্টি মেয়ে।" শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।

Patralekhaa Birthday: বিয়ের পর প্রথম জন্মদিন, বাঙালি স্ত্রীর জন্য কী লিখলেন রাজকুমার?
বিয়ের পর প্রথম জন্মদিন, বাঙালি স্ত্রীর জন্য কী লিখলেন রাজকুমার?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 8:13 PM

মনে প্রাণে বাঙালি পত্রলেখা। বিয়ের দিনও ওড়নায় লিখেছিলেন বাংলা হরফে ভালবাসার কথা। ৩৩-এ পা দিলেন তিনি। বাঙালির জামাইবাবু রাজকুমার রাওয়ের স্ত্রীর জন্য বিশেষ দিনে বিশেষ বার্তা কী?

বেশি কিছু লেখেননি রাজকুমার। অল্পেতেই জানিয়েছেন মনের গোপন কথা। শেয়ার করেছেন এক অদেখা ছবি। তাতে ছোট্ট এক লাইন। রাজকুমার লিখছেন, “শুভ জন্মদিন পত্রলেখা। তোমায় ভালবাসি।” পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছনে পত্রলেখাও। রাজকুমারের উদ্দেশে লিখেছেন, “আই লাভ ইউ বেবি”।

শুভেচ্ছা ভেসে এসেছে স্বামীর সহকর্মীদের তরফেও। রাজকুমারের সহ অভিনেতা ভূমি পেদনেকর লিখেছেন, “শুভ জন্মদিন মিষ্টি মেয়ে।” শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।

গত বছর নভেম্বরে বিয়ে করেন রাজকুমার-পত্রলেখা। দীপিকা কিংবা অনুষ্কার মতো বিদেশের মাটিতে বিয়ে করেননি রাজকুমার-পত্রলেখা। পত্রলেখার বাড়ি শিলংয়ে। বেশ কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর শেষমেশ রাজকুমার-পত্রলেখা ঠিক করেন বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। রাজকুমারকে অনস্ক্রিনেই প্রথম দেখেন পত্রলেখা। ‘এলএসডি’ ছবিতে। নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, ব্যক্তিগত জীবনেও হয়তো সেরকমই একজন মানুষ রাজকুমার। কিন্তু তেমনটা যে একেবারেই নয়, পরে বুঝতে পেরেছিলেন পত্রলেখা। আর রাজকুমার তাঁকে প্রথম কোথায় দেখেছিলেন? পত্রলেখা জানিয়েছিলেন এক বিজ্ঞাপনে তাঁকে প্রথম দেখেন রাজকুমার। রাজকুমার নাকি প্রথমবার দেখেই পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন। সেই বিয়ের ইচ্ছে পরিণতি পেয়েছে গতবছর। এখন চলছে সুখযাপন।

আরও পড়ুন: New Film-Bengali Director: সমকামিতা ও এক অসহায় বাবার গল্প বলছেন কলকাতার অনীক চৌধুরী; অভিনয়ে মুম্বইয়ের পবন চোপড়া

আরও পড়ুন: Super Singer Season 3: আরও এক বলি গায়িকা বিচারকের আসনে, কে তিনি?

আরও পড়ুন: Samantha Secrets: কে এই ‘চ্যা’? যাঁকে একপলক দেখার জন্য আকাশ-জমি এক করে দিতেন সামান্থা