Ranveer Singh: ন্যুড ফটোশুট কাণ্ডে হাজিরা এড়ালেন রণবীর, চাইলেন আরও সময়

Ranveer Singh: থানায় যাচ্ছেন না রণবীর। পরিবর্তে পুলিশের কাছে আরও দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি। এর ফলে রণবীরকে নতুন নোটিস পাঠান হবে বলে পুলিশ সূত্রে জানান হয়েছে।

Ranveer Singh: ন্যুড ফটোশুট কাণ্ডে হাজিরা এড়ালেন রণবীর, চাইলেন আরও সময়
হাজিরা এড়ালেন রণবীর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 9:47 AM

ন্যুড ফটোশুট কাণ্ডে মহিলাদের ভাবাবেগে আঘাতের অভিযোগ রণবীর সিংয়ের বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের হয়েছিল এফআইআর। সেই মতো তাঁকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। হাজিরা দেওয়ার কথা ছিল আজ অর্থাৎ ২২ অগস্ট। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন থানায় যাচ্ছেন না রণবীর। পরিবর্তে পুলিশের কাছে আরও দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন তিনি। এর ফলে রণবীরকে নতুন নোটিস পাঠান হবে বলে পুলিশ সূত্রে জানান হয়েছে।

এ প্রসঙ্গে মুম্বই পুলিশের তরফে অফিসিয়াল এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “অভিনেতা দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। সেই কারণেই একটি তারিখ ঠিক করে নতুন সমন তাঁকে পাঠান হবে।” এর আগে রণবীরের বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদের নোটিস পৌঁছে দেওয়া হয়েছিল পুলিশের তরফে। সে সময় অভিনেতা বাসভবনে ছিলেন না। ১৬ অগস্ট তিনি ফিরবেন বলে জানিয়েছিলেন। এর পরেই ২২ অগস্ট রণবীরকে ডেকে পাঠানোর নির্দেশ দেয় মুম্বই পুলিশ। যদিও রণবীর জানিয়েছেন, তিনি যেতে পারছেন না।

এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশুট করেছিলেন রণবীর। ন্যুড ফটোশুট কাণ্ডে রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর। অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনেও। নগ্ন হয়ে তিনি মহিলাদের ভাবাবেগে আঘাত হেনেছেন– উঠেছে এই অভিযোগও। রণবীরকে যখন একের পর এক কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তখন স্বামীর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী দীপিকা। বলিউডের একাধিক শিল্পীকেও তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। রণবীর যদিও এখনও এই প্রসঙ্গ নিয়ে কোনও মন্তব্য করেননি।