Reena Roy: কেন তাঁর মতো দেখতে সোনাক্ষী? মুখ খুললেন শত্রুঘ্নের প্রাক্তন রীনা রায়
Reena Roy: স্ত্রী পুনম সিনহার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী রীনা রায়ের প্রেমে পড়েছিলেন শত্রুঘ্ন সিনহা।
স্ত্রী পুনম সিনহার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী রীনা রায়ের প্রেমে পড়েছিলেন শত্রুঘ্ন সিনহা। শোনা যায়, অনেক দূর এগিয়েও স্ত্রী পুনমের জন্য নাকি সেই সম্পর্ক থেকে পিছিয়ে আসেন শত্রুঘ্ন। রীনা তাঁকে বিয়ে করতে চাইলেও রাজি হননি ইন্ডাস্ট্রির এই প্রভাবশালী অভিনেতা। অথচ নেটিজেনদের একাংশের মতে, পুনম ও শত্রুঘ্নের একমাত্র মেয়ে সোনাক্ষী সিনহাকে দেখতে নাকি অনেকটা রীনার মতো। তাঁর হাসি, তাঁর চোখের সঙ্গে নাকি অদ্ভুত মিল রয়েছে সোনাক্ষীর। প্রাক্তন প্রেমিকার সঙ্গে মেয়ের মুখের মিল! এ কী করে সম্ভব? এতদিনে মুখ খুললেন রীনা রায়।
এক সাক্ষাৎকারে রীনার সোজাসাপটা উত্তর, “এ সবই যেন কাকতালীয়, জীবনের খেলা।” সম্পর্ক ফুরিয়ে গেলেও জীবন কি তবে এ ভাবেই ফিরিয়ে দেয়? তিনি আরও বলেন, “জিতুজির মা ও আমার মা-ও যমজ বোনের মতো দেখতে।” শত্রুঘ্নের আত্মজীবনী পড়ে জানা যায়, প্রযোজক পহলাজ নিহলানি নাকি শত্রুঘ্ন ও রীনার একসঙ্গে ছবির পরপর সাফল্যের পর তাঁদের নিয়ে আরও এক ছবি বানাতে চেয়েছিলেন। কিন্তু রীনা নাকি না করে দেন। পহলাজের কথায়, “রীনা আমায় বলে, হয় তোমার বন্ধুকে আমায় বিয়ে করতে বল নয়তো আমি আট দিনের মাথায় বিয়ে করে নেব।” শত্রুঘ্ন সংসারের মায়া কাটিয়ে বের হতে পারেননি। রীনাকে ফোন করে শিশুর মতো কেঁদেছিলেন, জানিয়েছিলেন পহলাজ। তাঁর কথায়, “প্রথম বার ওকে কাঁদতে দেখেছিলাম। ওকে খুব ভালবাসত। কিন্তু কিছু কিছু সম্পর্ককে যেতে দেওয়াই ভাল।” যদিও এর পর পেরিয়ে গিয়েছে বহু বহু বছর। শত্রুঘ্নের ছেলেমেয়েরাও এখন বড়। নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত। অন্যদিকে রীনা রায়ও ব্যস্ত নিজস্ব পৃথিবী নিয়ে।