Rihanna: মা হচ্ছেন রিহানা? একটানা জল্পনায় অবশেষে প্রতিক্রিয়া গায়িকার
দিন কয়েক আগে রিহানার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কমলা রঙের এক পোশাক পরেছিলেন তিনি। সেই পোশাকের কারণেই নেটিজেনদের একাংশের মনে হতে থাকে রিহানা মা হচ্ছেন।
মা হচ্ছেন রিহানা? বিগত বেশ কয়েক দিন ধরে এই ছিল হলিউডের টক অব দ্য টাউন। চলছিল নানা জল্পনা। অবশেষে সে সব জল্পনার অবসান ঘটিয়ে পরোক্ষভাবে মুখ খুললেন জনপ্রিয় পপ গায়িকা। সরাসরি না বললেও, এক ভক্তকে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন, এই মুহূর্তে তিনি অন্তঃসত্ত্বা নন। কোথা থেকে এই ‘গুঞ্জন’-এর সূত্রপাত?
দিন কয়েক আগে রিহানার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কমলা রঙের এক পোশাক পরেছিলেন তিনি। সেই পোশাকের কারণেই নেটিজেনদের একাংশের মনে হতে থাকে রিহানা মা হচ্ছেন। অনেকেই আবার খুঁজে পান তাঁর ‘বেবি বাম্প’ও। ইনস্টার কমেন্ট বক্সেও চলতে থাকে একের পর এক প্রশ্ন। এর পরেই রিহানাকে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করে জানতে চান এক ভক্ত, স্ক্রিনশট শেয়ার করে এমনটাই দাবি কিছু প্রথম সারির দৈনিকের।
উত্তরে রিহানা যা লেখেন তা শুনে আপনার হাসি পেতে বাধ্য। তিনি লেখেন, “হাআআআআ। স্টপ। তুমি তো আগের ১০ বারের সাধে এলে না। প্রতি বছর তোমাদের জন্য আমায় সন্তানের জন্ম দিতে হয়। লল”। অর্থাৎ, পরোক্ষে তিনি বুঝিয়ে দেন প্রতি বছর তাঁর মা হওয়ার খবর রটলেও তা ভুয়ো। এবারের ঘটনা একই রকম।
যদিও রিহানা যে মা হতে চান সে কথা গত বছর এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন ৪২ বছরের ৩/৪ জন সন্তানের মা হতে চান তিনি। তিনি জানিয়েছিলেন প্রয়োজনে সিঙ্গল মা হতেও তিনি রাজি। তিনি বলেছিলেন, “যদি সন্তানের বাবা না থাকে তাহলে ওঁরা তোমায় মা বলে মানতে চান না। কিন্তু সব শেষে যা আসল তা হল আনন্দ। মা ও সন্তানের মধ্যে এক সুস্থ সম্পর্ক। আর ভালবাসা। ওই একটি জিনিসই ও সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে বড় করে তুলতে পারে।”
View this post on Instagram