Salman-Sajid: ‘যৌন হেনস্থাকারী’কেই সাহায্য সলমনের, পাশে নেই পুলিশও! কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী
Salman Khan: এক নয়, দুই নয়– দশ জন নারী সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন!
পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। এ বিষয়ে শনিবার জুহু থানায় নিজের বয়ান রেকর্ডও করতে দেখা যায় তাঁকে। তবে থানা থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে বলেন, এই মামলায় পুলিশের তরফে চরম অসহযোগিতা পাচ্ছেন তিনি। এমনকি তাঁর আরও অভিযোগ, সাজিদের টিকিও কেউ ছুঁতে পারবেন না, কারণ খোদ সলমন খান পরিচালকের পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, “আমি পুলিশের সহকমিশনারকে ফোন করে বলেছি, মুম্বই পুলিশ আমায় সাহায্য করছে না। জানি না কেন এমনটা করছেন তাঁরা। হয়তো উপর থেকে কেউ নিষেধ করেছেন। আমি ভাবছি যদি সেলিব্রিটির সঙ্গেই এরকম হয় তবে এক সাধারণ মেয়ের সঙ্গে কী না কী হতে পারে।” মিডিয়ার সঙ্গে কথা কথা বলতে চোখে জলও দেখা যায় তাঁর। এর আগে শার্লিন অভিযোগ এনেছিলেন, সাজিদ নাকি যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন তাঁকে। অভিযোগপত্রে সে কথার উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছিলেন ঘটনাটি ২০০৫ সালে ঘটেছিল।
এক নয়, দুই নয়– দশ জন নারী সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন! এ নিয়ে প্রতিবাদে সরব সকলেই। দিন কয়েক আগেই সাজিদকে বিগবস থেকে বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। যে সব অভিনেত্রী-মডেল বিভিন্ন সময়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তার সম্পূর্ণ এক তালিকা চিঠিতে উল্লেখ করেছেন স্বাতী। পাশাপাশি সেই চিঠির ছবি টুইটারে শেয়ার করে তিনি লেখেন, “সাজিদের বিরুদ্ধে ১০ জন মহিলা মিটুর অভিযোগ এনেছেন। এই সব সাজিদের সেই নোংরা মানসিকতার প্রমাণ। এই রকম একজন মানুষকে বিগবসে জায়গা দেওয়া হয়েছে যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমি অনুরাগ ঠাকুরকে এক চিঠির মাধ্যমে সবটা জানিয়ে সাজিদ খানকে ওই শো থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।” যদিও সাজিদ ওই শো-তে থাকবেন কিনা তা নিয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও অফিসিয়াল মন্তব্য করা হয়নি। এখনও তিনি রয়েছেন বিগবসেই। রয়েছেন বহাল তবিয়তেই।
View this post on Instagram